মাঝে মাঝে বেঁচে থাকাটা বেশ লাগে...
তখন মনে হয় জীবনটা সুন্দর,
সত্যিই সুন্দর...
যখন যাপিত দৈনন্দিন সাদামাটা জীবন
ভীষণ একঘেয়ে হয়ে দাঁড়ায়,
বাঁচার কারণটা নিতান্তই মিথ্যে মনে হয়;
তখন কোন এক মাঝরাতে
নিজেকে আবিষ্কার করি
উজ্জ্বল রঙের টপস জিন্সে সজ্জিতা
এলোমেলো সিল্কি চুলে
যান্ত্রিক সুরের মূর্ছনায় ঝড় তোলা
রক গানে মেতে থাকা
কোন অত্যাধুনিকা তরুণীর বেশে...
নিজের নতুন রূপে মুগ্ধ হই,বারংবার...
আবার কখনোসখনো পুরোদস্তুর
বাঙালি কন্যা বনে যাই,
হাতখোপায় এলোমেলো চুল বেঁধে
অল্পকটা স্বর্ণাভ চুড়িতে হাত ভরে
প্রিয় কোন শাড়ির বাহারী রঙে
মনভরে নিজেকে রাঙাই,
অপলক মুগ্ধতা দুচোখে ছড়াই,ভালোবেসে...
ইচ্ছে করেই যেন আকন্ঠ অন্ধকারে ডুবে থাকা
নিষ্প্রাণ চোখদুটোকে এড়াই,সন্তর্পণে...
তখন মনে হয় জীবনটা সুন্দর,
সত্যিই সুন্দর...
মাঝে মাঝে বেঁচে থাকাটা বেশ লাগে...