তুমি আপাদমস্তক তাকালেও নেই কোনো দোষ
আমি তাকিয়েছি কেবলই একবার
তাতেই তীক্ষ্ণ দৃষ্টিতে কর মনের খোঁজ।
তোমার কি দোষ জানি
এমন জ্বালাই সইতে হয় রোজ।
ভাবলাম দ্বিতীয় বার তাকিয়ে দেখি
মন বললো- ওতে তো নিষেধ আছে!
বোঝালাম যুবকের বধূ খোঁজায়
নেই কোনো নিষেধের বেড়াজাল।
বিধানটা ভুল বুঝে যে ধারণাটা সবার
তার কাজ ঠেকানো কত শত অজাচার।
তাই এবার পূর্ণদৃষ্টিতে তাকিয়েছি সেই পানে
কখন সে চলে গেছে ভাবনার মাঝখানে!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০