আমার একলা দুপুর বেলা
মনের গহীন কোনে হাজার ভাবনা করে খেলা।
ধরা দেওয়া স্বপ্নগুলোর রঙ যেন সব ফিকে
মনের ঘরে এলোমেলো ছড়িয়ে চতুর্দিকে,
যখন পাইনি কিছু ভেবেছিলাম এই বুঝি সব শেষ,
পেলাম যখন উড়ে গেল সকল পাওয়ার রেশ।
এখন বসে বসে ভাবি এই শান্ত দুপুর বেলা
মনের ঘরে থরে থরে বিচিত্র সব খেলা,
সেথায় স্মৃতিগুলো হাজার রঙের স্বপ্ন সাদাকালো
দিনে প্রখর রোদে পুড়ে রাতে কোমল চাঁদের আলো।
যে গান হয়নি লেখা আজও হয়নি বাঁধা সুর
আমায় একলা পথে ফেলে গিয়েছে কোন দূর,
আমার না লেখা সে গান মনে ছটফটিয়ে মরে
অচেনা সে সুর জলোচ্ছ্বাসের মতো স্বপ্ন মেলে ধরে।
আমার একলা দুপুর বেলা
মনের গভীর গহীনে স্বপ্ন শত ভিড়ে,
অধরা সব সুখ মনের সাগর হতে উঠে
তপ্ত বালুকায় আছড়ে পড়ে তীরে।
ছবি সূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২২