কূলহারা
যে ঘরের দীপ নিভল হাওয়ায়
উড়ে গেল ঘরের চালা,
কেউ কি জানে কেউ কি বোঝে
তার কী জ্বালা তার কী জ্বালা?
শূন্য ভিটায় যে উঠালো ঘর
সে-ই আবার ভাঙলো অভিমানে,
কূলহারা যে পেয়েছিল কূল
দারুণ ভুলে ভাসলো প্রবল বানে।
এখন শুধু আকাশ পানে চেয়ে
সাজানো সে ঘরের কথা ভাবা,
ছিল যে তা মরুদ্যানের মতো
সবটা মরু করল ঝড়ের থাবা।
