মন সেতো মানে না মানে না মানে না বারণ
ক্ষণে হাসে ক্ষণে কাঁদে জানে না কি কারণ কি অকারণ।
শুধু ছুটে চলে ছুটে চলে দ্রুত লয়ে জানে না সে কোথা সীমারেখা
ছুটে ছুটে কি দেখা হলো কি জানা হলো কি হলো না দেখা।
সেতো বুঝে না লাল নীল সাদা কালো সৎ কি বা অসৎ
সে থমকে দাঁড়ায় যখন দ্বিধা - দ্বন্দ করে বন্ধ ছুটে চলার পথ।
সেতো ভাবে না সামনে পিছে সাচ্চা মিছে দূরে কাছে গমন আগমন
সে হাওয়ায় উড়ে রোদে পোড়ে জলে ডুবে খোঁজে জীবন মরণ।
সেতো বুঝে না ফুল কাঁটা জোয়ার ভাটা পূর্ণ শুন্যতা
সেতো মানে না সোজা বাঁকা খোলা ঢাকা প্রাচুর্য দীনতা।
সেতো কষ্ট বোঝে দুঃখ বোঝে শান্তি খোঁজে সুখ খোঁজে ঘুমে জাগরণে
সেতো ছুটে চলে নীরবে কোলাহলে কোন বাঁধা সীমানা না মানে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৫