ভালবাসা উড়ে গেছে অভাবে বিভবে
স্বপ্ন সব ভেঙে গেছে অভাবে বিভবে,
তবুও খোলে না খোলে না হৃদয়ের চোখ
সে তো অন্ধ সে তো বন্ধ মন্দ স্বভাবে।।
যারা বাহিরে দেখায় ভালো দেখায় আলো
অন্তরালে পাগল হয়ে অন্ধকারে ছোটে,
ওরা সুখ খুঁজে মরে ওরা প্রেম যেচে মরে
ওদের হৃদয় জুড়ে কাঁটা ফুঁড়ে কেবল বিষাদ জোটে।
ওরা তৃষ্ণা পেলে মজে মরিচীকায়
হন্যে হয়ে খুঁজে বেড়ায় নোনা জলের পাথার,
তাতে হয় না তো ফল মেলে না তৃষ্ণার জল
শুধু খুঁজে মরে পেছনে রয় পড়ে রয় মিঠা পানির আধার।
ওরা ত্যাগের বেলা রয় যে দূরে
কথা বলে নানা সময়ে নানান সুরে
মানে না মানে না নীতি তো মানে না,
বেশি পাওয়া ন্যায্য মানে
নানান রকম বুদ্ধি জানে
ভোগের মোহে মত্ত হৃদয়
ত্যাগের সুখ কি জানে না।
ভালবাসা উড়ে গেছে অভাবে বিভবে
স্বপ্ন সব ভেঙে গেছে অভাবে বিভবে
তবুও খোলে না খোলে না হৃদয়ের চোখ
সে তো অন্ধ সে তো বন্ধ মন্দ স্বভাবে।
ছবি সূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৭