লেখাটি আজকে প্রথম পাবলিশ করি ফেসবুকের বই লাভারস পোলাপান গ্রুপে।
ভালো বইয়ের রিভিউ প্রসঙ্গে এই লেখা। এখানে অনেকের রিভিউ লেখার অভ্যাস আছে। এটা অন্য পাঠকেরা কিভাবে নেন জানিনা, আমরা যারা লেখক তারা প্রচণ্ড আগ্রহ নিয়ে অপেক্ষা করি এবং ভালোবাসি। দুটো কারণেঃ ১। আমাদের বই পড়ে পাঠকের মনে কি অনুভূতি হচ্ছে সেটা জানা যায় ২। এটা এমন এক প্রমোশন যেটা পাঠকেরা নিজেদের কমিউনিটি থেকে পান এবং বিশ্বাস করেন। উদাহরণ দেইঃ আমাদের কমিকবই পাবলিশড হওয়ার পর আমি খোঁজ রাখার চেষ্টা করেছি কারা সেটা কিনেছেন। স্বতঃস্ফূর্ত ভাবে কেনার পর আমি ওনাদের দুই একজনের সাথে যোগাযোগ করেছি এবং অনুরোধ করেছি যে যেখান থেকে কিনেছেন সেখানে যেন রিভিউ দেন।
"স্বতঃস্ফূর্ত কেনা" ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। টাকা খরচ করলে ওয়েবে, ব্লগে অথবা পত্রিকায় ভালো রিভিউ পাওয়া যায় বটে। তবে কন্টেন্ট যদি ভালো না হয়, এভাবে দীর্ঘদিন টিকে থাকা যায় না। এভাবে নিজের পাঠকদেরই ঠকানো হয়। পাঠকেরা তো এত বোকা নয়। আর লেখকরা মূলত পাঠকদের জন্যই লেখেন। পাঠকের ভালোবাসা এবং সমালোচনা দুটোর মূল্যই লেখকের কাছে অনেক বেশি। যাদের জন্য লেখকরা দিনরাত খেটে বই লেখেন, তাদেরকে ঠকানোর ইচ্ছা মন থেকে কোন লেখকেরই আসেনা।
মজার ব্যাপার হলো প্রথমে ভাবতাম পাঠককে রিভিউ দিতে বলে তার কষ্ট বাড়িয়ে দিচ্ছি। পাঠক হয়ত বিরক্ত হবেন। তাই বলতাম, ভালো খারাপ যা মনে হয়েছে লিখেন। দু'লাইনে লিখলেও চলবে। তবু সবাই জানুক বইটি কেমন। যদি ভালো হয় তাহলে তো চমৎকার। আর যদি খারাপ হয় তাহলে হয় আমাদের লেখা আরো ভালো করতে হবে আর তা না পারলে লেখা বন্ধ করতে হবে। অবাক হয়ে দেখলাম, পাঠকেরা উলটো সম্মানবোধ করেন তাদের মতামত/সমালোচনা দেয়ার অনুরোধ করলে। তারা দুই লাইনে তড়িঘড়ি করে লিখেন না। সুযোগ পেয়েই নেগেভিভ বলে বলে পুরো বিষয়টিকে বিষিয়ে তোলার চেষ্টা করেন না।তারা সময় নিয়ে গুছিয়ে গঠনমূলক রিভিউ দেয়ার চেষ্টা করেন। নিজে থেকেই ভালো দিকে জোর দেয়ার চেষ্টা করেন। আরো ভালো করার জন্য কি করতে হবে সে ব্যাপারগুলো তুলে ধরেন। অনেকটা যেন কলম হাতে না নিয়েই পাঠকেরা আরো ভালো লিখতে সহায়তা করছেন। আমরা লেখকরা হয়ত বলিনা, কিন্তু রিভিউগুলো বার বার পড়ি। যা ভালো বলা হয়েছে আরো ভালো করার চেষ্টা করি। যা ভালো হওয়া প্রয়োজন, তার পেছনে আরো শ্রম দেই।
এত কথা বলার কারণ একটাই। পাঠকের স্বতঃস্ফূর্ত রিভিউয়ের/মতামতের মর্যাদা লেখকের কাছে কতটুকু সেটা বোঝানো এবং যে যা-ই পড়ছেন তার ব্যাপারে মতামত সবার সাথে শেয়ার করার করার জন্য অনুরোধ করা