এই ছবিটা আজকে আমি মিরপুর ১ নাম্বার সেকশন, মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তুলেছি......................................

বলুনতো শিশুটির কি হয়েছে? সে অমন করে পড়ে আছে কেন?


ভয় পাবেন না। শিশুটির কিছু হয় নি। শিশুটি ঘুমুচ্ছে। স্রেফ ঘুমুচ্ছে। একটুখানি শান্তির ঘুম, তারও জায়গা পায়নি বেচারা।
তার মা একটু সামনেই ভিক্ষা করছিল। আমি তাকে কিছু বলিনি, শুধু ক'টা টাকা তার হাতে গুঁজে দিয়েছি।
দয়া করে যে পাঁচ হাজার টাকা দিয়ে আর্জেন্টিনার একশ গজ লম্বা পতাকা বানাবেন, সেটা ওদের দিন। যে এক হাজার টাকা দিয়ে ব্রাজিলের একটা জার্সি কিনবেন, সেটা ওদের দিন। মেসি-কাকা আমাদের ভাত জোটাবে না।
N.B: আমি যে নিরপেক্ষ বা ফুটবল বিরোধী, তা কিন্তু না। আমার প্রোফাইল পিক দেখলেই বুঝতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ রাত ৩:১৮