অ - কবিতা
এসো প্রিয়তমা এসো
হাত দিয়ে হেঁটে যাই নগরের পথ
পা ছুড়ে আকাশে করি প্রতিবাদ।
দেখো প্রিয়তমা দেখো
কি কায়দায়
ওয়েস্টার্ন মিউজিকের তালে
ম্যাকডোনাল্ড নেমে যায়
লেনিন ও মাওসেতুং এর গলা দিয়ে।
লিখো প্রিয়তমা লিখো
আফগান আর ইরাক দেখে লিখো
বিশ্ব শান্তির এক নয়া শাহনামা!
শোন প্রিয়তমা শোন
যারা দিচ্ছে তোমার কন্ঠে বিশ্বায়ানের তকমা
তাদের পকেটে পুরে দাও সব খনিজ মালা
আমাদের ও ধর্ম হোক দুনিয়াকে গিলে ফেলা।
মান উন্নত শ্বাপদের চণ্ডাল নৃত্য
চাঁদ হয়ে গেছে অবরোধ
বিশ্ব-খেকোর থাবার নিচে পৃথিবী কাঁদে অবিরত।