একটা সময় লবিং এ বিশ্বাসী ছিলাম। মামা চাচা থাকলেই নাকি এ দেশে চাকরি নিশ্চিত ; সরকারীর পাশাপাশি বেসরকারি চাকরিরও চাহিদা কম নয় আমাদের দেশে।
পড়াশুনা চলাকালীন সময়ে অনেকেই বড় বড় কথা শুনাতো; তুমি বের হো,বের হলেই অমুক জায়গায় সুযোগ করে দেব,তমুক জায়গায় তো আমি বললেই তোমার জব নিশ্চিত। কিন্তু পাশ করে বের হবার ঠিক আগে থেকে যখন মাঝে মাঝে রিমাইন্ড করে দিচ্ছিলাম তখন তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক। এমন জঘন্য মানুষদের চেহারা যেন দেখতে না হয়।
আমার ঘরেই সরকারি প্রাইমারি থেকে বি,সি,এস ক্যাডার, কারো জন্যে কোথাও কোনো লবিং করতে হয়নি। তারপর ও মনে হতো সবাই সবকিছুতে যোগ্য নাও হতে পারে। মনে হত, ইস! কেউ যদি বলে দিত তবে হয়ত জবটা হয়ে যেত।
কিন্তু না; সব জায়গায় লবিং হয়না কিংবা যে বা যারা আপনাকে কথা দিয়েছে লবিং করে দেবে তারা আপনার জন্যে ০% কাজ করেছে।আসলে আপনার যোগ্যতাই বল্ , হোক সেটা এডুকেশনাল ;হোক সেটা অভিজ্ঞিতার।
গ্রাজুয়েশন শেষ করেই প্রথম যে জবে ইন্টার্ভিউ দিয়েছিলাম সেই জবটা হয়েছিল,দ্বিতীয়টাও হয়েছে,তৃতীয়টাও হয়েছে।যখন যেখানে পরীক্ষা দিতে গেছি দেখি সবাই খুব এক্সপার্ট,চিন্তা করতাম আমাকে কোম্পানি কেন নিবে!! কিন্তু না ঘটনা ঘটে উলটো।
অতএব যারা এখনো হাহাকার করছেন সরকারি /বেসরকারি চাকরির জন্যে তারা হতাশ না হয়ে বরং নিজের প্রতি বিশ্বাস রাখুন।
আপনিই জিতবেন।
জিততে জিততে আমারও নিজের প্রতি অনেক বিশ্বাস জন্মে গেছে যা আগে ছিলনা।
আলটিমেট কথা হলো যোগ্যতাই বল্।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬