আমার গ্রামের বাড়ির মাটির ঘর। ক্যামেরা ক্রেডিট একই।
ছবিটা খুব সাধারণ এক ছেলের তোলা। গ্রামের একেবারেই পড়াশুনা না জানা ছেলে। ক্যামেরা ক্রেডিটঃ স্যামসং এস ৩ ।
কীন ব্রীজ সিলেট। রাতের ব্রীজ। ক্বীন ব্রীজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলের এই ব্রীজটিকে সিলেট শহরের "প্রবেশদ্বার" বলা হয়।
কীন ব্রীজ থেকে নীচের দিকে তাকালে, চাঁদনী ঘাটের কাছেই চোখে পড়ে আলী আমজাদের ঘড়ি। জানা যায় পৃথিম পাশার জমিদার আলি আমজাদ নিমন্ত্রিত হয়ে দিল্লি গিয়েছিলেন। দিল্লির একটি ঘড়ি দেখে তিনি পরবর্তীতে একই ডিজাইনে সিলেটে ঘড়ি তৈরী করেন-যা বর্তমানে আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত। উল্লেখ্য আলী আমজাদ অবিভক্ত বাংলার আসাম কেবিনেটের সদস্য ছিলেন। বর্তমানে ঘড়িটি অচল অবস্হায় আছে।
একটি সুদৃশ্য জাহাজ। তবে এটি সাত সমুদ্র পাড়ি দেয় না। সুরমা নদীর অল্প কিছু এলাকার মধ্যেই এর ঘোরাফেরা। যাত্রী পরিবহনেও ব্যবহার হয় না এটি। বরং উদরপূর্তি আর মনোরঞ্জনই জাহাজটির কাজ। এতে নির্দিষ্ট সংখ্যক অতিথি নিয়ে সুরমা নদীতে ঘুরে ফিরে সঙ্গীতের মূর্ছনার সঙ্গে মানুষকে আপ্যায়িত করা হয়। জাহাজটির নাম ‘সুরমা রিভার ক্রুজ’। এটি সিলেটের প্রথম ভাসমান রেস্টুরেন্ট। গত শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। তিনতলা এ রেস্টুরেন্টে রয়েছে একসঙ্গে ২৫০ জন মানুষের বসার হলরুম, কনফারেন্স কক্ষ, ভিআইপি কক্ষ, ছয়টি অত্যাধুনিক বাথরুম ও দুটি বেডরুম। পুরো জাহাজটিই শীতাতপ নিয়ন্ত্রিত। এই তিনটা ছবির ক্যামেরা ক্রেডিটঃ স্যামসং এস৩ নিও।
রাতের সংসদ ভবন । ক্যামেরা ক্রেডিট নকিয়া এক্স৩-০৩।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০