আমি জুনায়েদ তুমি জুনায়েদ সে জুনায়েদ বাংলাদেশের মাক্সিমাম মানুষই আজ জুনায়েদ ছেলে বুড়ো বাপ জোয়ান কেও বাদ নাই।
যাই হোক এই জুনায়েদ কিন্তু কোনো কালেই বাংলাদেশ এর জন্য বড় ইসু নাহ হুদাই বানাইলাম এইটারে একটা বিগ সিন ।এই রকম কাহিনী সরি এর থেকে ভয়ঙ্কর কাহিনী কিছু না কিছু প্রতিদিনই বাংলাদেশে ঘটে।
খেয়াল করে দেখবেন মানুষকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেললে সেটা ফেসবুকে ভাইরাল হয় না কিন্তু সামান্য টিপিকেল কিছু লেইম কাহিনী ফেসবুকে ভাইরাল হয়ে যায় ।
দেশ বিদেশ সবাই মিলে জুনায়েদরে খোঁজাতে ব্যাস্ত কিন্তু দেশের যে দশ কোটি মার্কিন ডলার চুরি হয়ে গেল তা নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নাই থাকবেই বা কই থেকে আমাদের মাথার বুদ্ধি সব তো চিলে নিয়ে গেছে ।
জুনায়েদরে বিছানার কোলবালিশ বানাইয়া না ঘুমিয়ে , এইবার একটু ঘুম থেকে উঠেন আর হুশে ফিরে আসেন।
যে কোনো লেইম একটা ইসু পেলেই ট্রল,ফান,আর হিপোক্রেট মানবতা প্রদর্শন ছাড়া আর কিছুই করতে পারি না।
জুনায়েদের ভাষায় বলতে হয় আমরা গুটিবাজি করি এবং সেটা আমরা আমাদের নিজ দেশের সাথে করি।
তাই আমরা সকলেই এক একটা গুটিবাজ ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৮