টিপাইমুখ নিয়ে ব্লগে ও দৈনিক পত্রিকাগুলোতে নানা ধরণের লেখাজোখা দেখা যায়, অনেকগুলা লেখা পড়েছিও। আলোচনা হচ্ছে তুমুল। এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তারা টিপাইমুখে ড্যাম নির্মিত হলে কি কি ধরণের প্রভাব পড়বে তা নিয়ে শংকা প্রকাশ করছেন। দেশের ক্ষতির দিকটি উঠিয়ে আনছেন। কেউ কেউ বিপরীতেও আছে। আমি খুব ভাল ভাবে পর্যবেক্ষণ করতে পারিনি, মানে টিপাইমুখ নিয়ে সব লেখাগুলা পড়া হয়নি এখনো। সবগুলা আস্তে আস্তে পড়ার ইচ্ছা আছে। আমার মনে নানা ধরণের প্রশ্ন আসতেছে। আমি রাস্তাঘাটে চলার সময় চোখ-কান খাড়া রাখার চেষ্টা করি। চা-দোকান, বাসস্ট্যাণ্ড, রিকসার জটলাতে, বাসে যে জায়গাতেই যাই চোখ-কান খাড়া রাখি, কারণ এসব জায়গাগুলতেই বেশির ভাগ সময় আড্ডা মারি। গত দুই মাসের ভিতর তিনবার ঢাকার বাইরেও গিয়েছি নিজের কাজে। সেখানেও চা-দোকান, সাধারণ গ্রামবাসীর ভিতর যখন গেছি, চোখ-কান খাড়া রেখেছি। টিপাইমুখ নিয়া কারো মুখে কোন কথা শুনি নাই। গত একমাসে আমি ঢাকা শহরের বিশেষ করে মিরপুর-১০, সাড়ে এগারো, দুই নম্বর স্টেডিয়াম, শাহবাগের পরীবাগের আশেপাশের চা-দোকানগুলোতে নিয়মিত আড্ডা মেরেছি। অনেককে জিজ্ঞাসা করেও দেখেছি টিপাইমুখ বিষয়ে, কেউই জানেনা বিষয়টা। আমার মুখের দিকে হা-করে থেকেছে এইসব সাধারণ মানুষেরা। তারা জানে না। কিন্তু ব্লগে যখন আলোচনা হয় তখন দেখি তাদের স্বার্থও জড়িত হয়ে আছে টিপাইমুখে। এই বিষয়গুলো নিয়ে ভাবনার দরকার আছে কি-না টিপাইমুখ আন্দোলন জোরদার করার জন্য। নাকি শুধু বুদ্ধিবৃত্তিক পরিসরেরই এই আন্দোলন নিয়ে কথাবার্তা চলতে থাকবে? আমার কিছু পর্যবেক্ষণ আছে, যেগুলো নিয়ে ভেবেছি কোন কুল কিনারা পাইনি।
একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বাস চাপা পড়ে মারা যায়। বাস চাপা পড়ে অনেকেই মারা যায়। এটা একটা দুর্ঘটনা। বাস চালকদের অসাবধানজনিত কারণে ঘটে। মজার ব্যাপার সেই ছাত্রীকে নিয়ে পত্রিকাগুলো অনেকগুলো রিপোর্ট করেছে, বিশ্ববিদ্যালেয়র ছাত্র-ছাত্রীরা মিছিল মিটিং করেছে। সারা দেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। অনেকেরই হয়তো মনে আছে। কিন্তু যদু-মধু-হাশেম-কাশেম হামেশা মারা যাচ্ছে বাস চাপায় অহরহ, তাদের নিয়ে তোলপাড় হয়না কেনো?
টিপাইমুখ নিয়ে কথা বলতে গিয়ে এইটা চলে আসলো।
ব্লগে যারা টিপাইমুখ নিয়ে আলাপ-আলোচনা করছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি, এই দেশের যদু-মধু -হাশেম-কাশেমরা কি ভাবছেন টিপাইমুখ নিয়ে? তাদের মতামত জানতে ইচ্ছে করছে। তারা কিভাবে দেখছে। আসলে তারা জানে কি না টিপাইমুখে কি হচ্ছে....