লেখাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পাতা থেকে
Dhaka University Literature Society - DULS দলগতভাবে এই তালিকাটি তৈরি করেছে। বলছি না এটি পূর্ণাঙ্গ তালিকা। তবে কেউ যদি এক নজরে আমাদের চোখে এই সময়ের সেরা বইগুলো দেখে নিতে চায়, তবে এই তালিকাটি সহায়ক হবে আশা করছি। সেরা নির্বাচনের ক্ষেত্রে লেখার মান, বিষয়বস্তু, জনপ্রিয়তা এবং লেখকের সম্ভাবনাকেও আমলে নেয়া হয়েছে।
তালিকাটি চলমান থাকবে। মাঝে মাঝে আপডেট হবে। আমাদের পড়ার বাইরে উপরোক্ত প্যারামিটারে যদি ভালো কোনো বই বাদ পড়ে যায়, আমাদের জানান। আমরা সেটি পড়তে চাই। তালিকার প্রতিটি বই বর্তমান সময়ের শক্তিমান লেখকদের প্রতিনিধিত্ব করে। কিছু কিছু বই হয়তো সময়কে ছাপিয়ে ক্লাসিকের মর্যাদা পাবে বলেও আমাদের বিশ্বাস। তালিকার ক্রমবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে করা হয়েছে।
এই সময়ের সেরা ২৫ বই :
১. রাজনীতি - মাজহার সরকার
২. কালচক্র - আবদুল্লাহ আল ইমরান
৩. রাজতন্ত্র - কিঙ্কর আহ্সান
৪. বুনোকুলির রক্তবীজ - খালিদ মারুফ
৫. আরশিনগর - সাদাত হোসাইন
৬. ক্রশপথে নিখোঁজ গল্প - মাহবুব ময়ূখ রিশাদ
৭. মধ্যবিত্ত - কিঙ্কর আহসান
৮. স্বাক্ষী ছিল শিরস্থান - সুহান রিজওয়ান
৯. কারখানার বাঁশি - হামিম কামাল
১০. দিবানিশি - আবদুল্লাহ্ আল ইমরান
১১. ব্রিজরক্ষক - নাজিম উদ দৌলা
১২. দ্রৌপদীর ভেতর বাহির - মামুন মিজানুর রহমান
১৩. দীর্ঘশ্বাসেরা হাওরের জলে ভাসে - মাসুদুল হক
১৪. মারবেল ফলের মওশুম - পিয়াস মজিদ
১৫. দখল - লতিফুল ইসলাম শিবলী
১৬. উইপোকার স্বপ্নের ভেতর -কুশল ইশতিয়াক
১৭. নিচের ঠোট কামড়ে ধরে কাদতে নেই - রাব্বী আহমেদ ১৮. একচক্ষু হরিণীরা - রাসেল রায়হান ১৯. নাগরিক হেমলকের অবাক মৃত্যুপান - আরিয়াণ অপূর্ব দাস
২০. গোসলের পুকুরসমূহ - মেহেদী উল্লাহ্
২১. আমিও ঈশ্বরের মতো একা - কবির কল্লোল
২২. ঝড় ও জনৈক চিন্তাবিদ - মুহম্মদ নিজাম
২৩. কেউ দেখেনা একলা মানুষ - ওমর ফারুক
২৪. গণকবিতাতন্ত্রী বাংলাদেশ - আখতারুজ্জামান আজাদ
২৫. রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি - মোহাম্মদ নাজিম উদ্দিন
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৮