১৯৯৮-এর ১৬ মে বিয়ার গ্রিলস তাঁর
শৈশবের লালিত স্বপ্ন মাউন্ট এভারেস্ট
জয় করেন। আট বছর বয়সে যখন তাঁর
বাবা তাকে এভারেস্টের
একটি ছবি উপহার দেন, তখনই গ্রিলসের
মনে এভারেস্ট জয় করার ইচ্ছা জাগে।
এভারেস্ট জয়ের মাধ্যমে মাত্র ২৩ বছর
বয়সে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড
রেকর্ডস-এ সর্বকনিষ্ঠ ব্রিটিশ
হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড করেন।
তাঁর প্যারাশুট দুর্ঘটনার আঠারো মাস
পরেই তিনি এভারেস্টে আরোহণ করেন।
জেমস অ্যালেন নামের একজন অস্ট্রেলীয়
নাগরিক ২২ বছর বয়সে একটি দলের
সাথে এভারেস্ট জয় করেন। মাত্র ১৯ বছর
বয়সে এভারেস্ট জয় করে রব গন্টলেট
নামের এক ব্রিটিশ তরুণ গ্রিলসের
রেকর্ড ভেঙে ফেলেন।