মাননীয় প্রধানমন্ত্রী ,
আপনার অনেক ক্ষমতা। আপনে চাইলে দুই মিনিটে ঢাকারে চাইর ভাগ করতে পারেন। তত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন হরতাল করতে পারেন আবার সেই তত্বাবধায়ক সরকার মিনিটের মধ্যে বাতিল করে দেশের বারোটা বাজাতে পারেন। আগেরবার ক্ষমতায় থাকতে আপনাকে এও বলতে শুনেছি বিরোধী দলে গেলে একদিন ও হরতাল দেবেন না। আবার বিরোধীদলে যাবার সাথে সাথে সেকথা বেমালুম ভুলে গেছেন। এখন অবশ্য সেকথা মুখে আনেন না। বরং মশকরা করে বলেন মাঝে মধ্যে হরতাল হওয়াটা পরিবেশের জন্য ভালো।
আপনি তো দেশের সবথেকে বড় দেশপ্রেমিক (সার্টিফাইড বাই প্রাইম মিনিস্টার!)। আপনার দখলে আছে সংসদ । যেহেতেু আপনার সাথের সাংগ পাংগরা রাতদিন হরতালের অপকারীতা নিয়ে তড়পাচ্ছে , তাই আপনার কাছে আমাদের মতো দেশোদ্রোহীদের আকুল আবেদন দয়া করে আইন করুন হরতাল বন্ধ করার জন্য। বিশ্বাস করুন গুটিকয়েক নিম্নস্তরের লোকজন ছাড়া পুরো দেশবাসী খুশির বন্যায় ভেসে যাবে। দরকার লাগে সমুদ্র জয়ের মতো সপ্তায় সপ্তায় সংবর্ধনা দিবানে।
আপনার সামনে এখন অনেক চ্যালেন্জ। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইনশৃংখলার যাচ্ছেতাই অবস্হা, দ্রব্যমুল্যের অসহনীয় উর্ধ্বগতি, শেয়ারমার্কেট ফডত। দয়া করে এই একটি কাজ করে আমাদের উপকার করুন। প্লিজ "হরতাল গনতান্ত্রিক অধিকার , সাংবিধানিক অধিকার" এই জাতীয় বুলি কপচাবেন না। গনতন্ত্র আর সংবিধানের ঠেলায় আমাদের ম্যাংগো পিপলদের প্রান ওষ্ঠাগত।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১০