হ্যা বলছিলাম আমাদের গভর্নরের কথা। বাংলাদেশ ব্যাংকের এবারের গভর্নর। শেয়ার মার্কেটের করুন পরিনতির অন্যতম সহায়ক। বলা হয়ে থাকে তার সহযোগিতায় লুটেরারা সুবিধা পেয়েছে ইচ্ছামতো লুটে নেয়ার। আরও বলা হয়ে থাকে বাংলাদেশ ইতিহাসের সবথেকে অথর্ব অযোগ্য ব্যাংক গভর্নর তিনি। নিজে কোন ডিশিসান নিতে পারেন না।
তিনি জনাব আতিউর রহমান জীবনে কখনও পরীক্ষায় সেকেন্ড হননি বরাবরই ফার্স্ট। আর আপনারা তো জানেনই ক্লাসের ফার্স্ট বয় মানেই যে ভালো ডিশিসান মেকার বা ভালো দক্ষ একজন কর্মকর্তা হবে তা না। আপনাদের নিজের ক্লাসের ফার্স্ট বয়দের কথা কল্পনা করুন। বেশির ভাগই চরম স্বার্থপর। নিজের স্বার্থ হাসিলে যেকোন কিছু করতে রাজি (সবাই না)।
বাংলাদেশের অর্থনীতির অবস্থা চরম বেগতিক। মুল্যস্ফিতি আজ পাগলা ঘোড়া। ওদিকে নতুন নতুন নোট ছাপানোতে উনি ব্যস্ত। অতিরিক্ত কোন কিছুই ভালোনা। ৫০০ টাকা এক হাজার টাকাতে মুজিবের ছবি দিলে দিক । তা বলে ২ টাকার নোটেও?? মাই গড পা চাটতে চাটতে তো দেখি তিন পা ওলা কুত্তা বনে গেছে।
যাক সেদিকে যাবোনা সরাসরি আসল কথায় আসি। হ্যা সেই স্বার্থপর ফার্স্টবয়ের মতো গোল্ড মেডেল পেতে যাচ্ছে জনাব গভর্নর। ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক পাচ্ছেন ড. আতিউর রহমান। মানব উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
কোন চ্যাটের বালের মানব উন্নয়ন করে তিনি এটা পাচ্ছেন দয়া করে কেউ আমাকে বুঝাতে পারেন?
ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক পাচ্ছেন ড. আতিউর রহমান
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৪