অপরাজনীতির যাতা কলে দেশে ১৪ লাখেরও বেশি শিক্ষার্থীরা
"কিসের পরীক্ষা কিসের কী’?
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ
"দুই নেত্রীর আলোচনা চায় দেশের শত্রুর "
'ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
আমার ছোট ভাই এবার এসএসসি পরীক্ষার দিবে সারা দিনে চার বার ফোন করছে পরীক্ষার পেছানো হয়েছে হয়ছে কি না ।দুপুরে যখন যানল তারিখ পরিবর্তন হয়েছে তখন ২ তারিখ বদলে ৪ তারিখ পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে । দেশে ১৪ লাখেরও বেশি শিক্ষার্থীরা একি ভাবে আজ দুফুর থেকে ৪ তারিখ পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে । এই ছোট ছোট শিক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষায় রাজনীতির নামে ভন্ড অপরাজনীতির যাতা কলে পড়েছে ।
কেউ তথা কথিত গণতন্ত্রের উদ্ধার করছে আবার কেউ রক্ষায় ব্যস্ত ।
একটি অন্তর্জাতিক জরিপে বাংলাদেশে ৬০% মানুষ বুঝে-নাবুঝে প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত অার এটাই অামাদের অপরাজনীতির মুল কারন। এই ৬০% মানুষ নির্দিষ্ট কিছু দলের অন্ধ ভক্ত এবং তারা বুঝে-নাবুঝে তাদের পছন্দের দলের কর্মকান্ডে কোন প্রকার বিচার-বিশ্লেষন ছাড়াই সমর্থন দেয়। জনগনের সচেনতা ছাড়া রাজনীতির নামে ভন্ড অপরাজনীতির প্রতারনার কখনই অবসান হবে না।