লাবণ্যরা হারিয়ে যায় একদিন,
অমিতরা তখন হয়তো কোন কেতকীর আঁচলে ছায়া খুঁজে-
নাহ, লাবণ্যর দোষ নেই, নেই অমিতেরও।
দোষ সময়ের যা মিলেনি কখনো এক রেখায়
দোষ পথের যা বেঁকে গেছে দুদিকে,
অমিত হয়তো ঘুমের ঘোরে কোনদিন ডেকে উঠে লাবণ্য,
লাবণ্যও হয়তো মেঘলা দিনে ভাবে অমিতকে,
জীবনে সবাইকে পেতে হবেই তা তো নয়,
কেউ কেউ অমিত আর লাবণ্য,
ভালোবেসেও এক নয়।
~ ২ অক্টোবর, ২০২০