ভেবেছিলাম আর কখনো লিখব না... কিন্তু যার শুরু আছে তার শেষ ও থাকা উচিত । হয়তো শেষটুকু ভালো হবে, প্রথমটুকু ভালো না হলেও। যখন লেখা শুরু করেছিলাম এই ব্লগে, সময়টা তখন খুব খারাপ ছিল আমার জন্য, খুব ডিপ্রেশনে ছিলাম। ছোটোবেলা থেকেই একটু-আধটু লিখতাম। ক্যাম্পাসের এক ব্যাচমেট ব্লগে লেখালেখি করতো , ওর কাছ থেকে জেনেই ব্লগে আসা। ব্লগে লেখালেখির সময়টুকু ভালো কাটতো । মানুষের জীবনটা খুব অদ্ভুত, এই ব্যাপারটা আমি গত কয়েকটা বছরে খুব বেশি অনুভব করেছি অনেকবার। মনে হতো, যতই চেষ্টা করছি আমার জীবনের সবকিছুকে সাজাতে কেনো জানি সবকিছু আবার ওলোটপালোট হয়ে যেত।
অনেকবার ভাবতাম, সবই আমার মনের ভুল , হয়তো সামনে কিছু ভালো হবে , হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সব আরো যেনো কঠিন হয়ে যেতো। জানি, কোনো মানুষের জীবনই হয়তো সহজ না, কিন্তু এতোটা কঠিনও হয়তো না যে কিছুতেই সামনে আলোর রেখা দেখতে পারবো না। যতই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, মনে হয় সবকিছু আরো ঘোলাটে হয়ে যায়। একটা অন্ধকার গুহার মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্তির চেয়ে সবথেকে বেশি যা অনুভব করতাম তা হলো হারানোর ভয়। হারানোর ভয় জিনিসটা এত খারাপ যা মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করতে পারে।
সত্যি বলতে কি লিখছি জানিনা আর কি লিখব তাও জানিনা... খুব অদ্ভুত একটা ঘোরের মাঝে জীবনটা চলছে, জানিনা যে এই ঘোর কখনো কাটবে কি না। হয়তো আর কখনো লিখব না। হয়তো বলছি কারণ আমার ইচ্ছামতো জীবনে একটা কাজও হয়নি। যখন যা চেয়েছি তাই হারাতে হয়েছে। আর যা চাইনি তা করতে হয়েছে। অনেকদিন থেকেই লেখার খরায় ভুগছিলাম, বুঝতে পারছিলাম দিন দিন চরম রকমের অনুভূতিহীনতায় ভুগছি। বাকি যতটুকু অনুভূতি ছিল সেটুকু নষ্ট করার জন্য ফিনিশিং টাচ্ টা খুব যত্ন করে দেওয়া হয়েছে। যাই হোক, I'll miss this blog a lot... হয়তো একদিন আবার লিখব... হয়তো...