চারিদিকে এতো হাসি,
এতো ভালোবাসার হিসাব নিকাশ,
মাঝখানে আমি যেন শূণ্য,
এত রংয়ের মাঝেও যেন আমি সাদা-কালো।
অনেক বার চেষ্টা করেছি,
নিজের সব মনের দেয়ালগুলো রাঙিয়ে দিতে,
কিন্তু কেনো জানি রংগুলো ফ্যাকাশে হয়ে যায়,
তারপর আবার সাদা-কালো জীবন।
জীবনের হিসাব মিলে না,
কেনো এই পথ চলা,
কবে এর শেষ,
কিসের এত অভাব??
কোনো উত্তর জানা নেই!
তবুও জীবন চলে যায়, থামে না,
দিনগুলোও চোখের পলকে শেষ হয়
রাতের আকাশে চোখ রেখে ভাবি,
কিন্তু উত্তর মেলে না,
প্রশ্ন সব থেকেই যায়,
মনের মাঝে গভীরে।