আমার হাজার হাসির ভিড়ে অনেক মন খারাপের মেলা,
কেউ দেখলো না,
আমার অনেক কথার মাঝে অনেক বিষাদের ছড়াছড়ি,
কেউ জানলো না,
আমার বেসুরো গলার হাজার গানে অনেক অশ্রু,
কেউ বুঝলো না,
আমার দুরন্তপনার এত্তসব মুহুর্তের মাঝে মিশে থাকা বেদনা,
কেউ ভাবলো না,
অনেক স্বপ্নের গল্পের মাঝে আমার শুণ্যতার হাহাকার,
কেউ শুনলো না,
আমার উপরের এই এ্ত্ত সুখি আমির মাঝে,
অনেক দুঃখী এই আমাকে,
কেউ ভুলেও স্পর্শ করলো না,
আমার হাজারো রূপের মাঝে এই আসল আমি,
কেউ চিনলো না।