তোমাকে অনেককিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু কিছুই বলা হয় নাই। আমি জানি, তুমি হয়তো ভাবো যে আমি তোমাকে মনেই করি না। কিন্তু কথাটা সত্যি না। যখন তোমার কথা মনে পড়ে তখন মনে হয় তুমি যেন আমার পাশেই আছো। তখন আশেপাশের সব কিছুই অচেনা লাগে। আমি জানি সব দোষ আমার। সব না হলেও ৮০% আমার। কিন্তু আমি খুবই জেদী একটা মেয়ে। ভাংগবো কিন্তু মচকাবো না। কিছুতেই তোমার সামনে মাথা নত করি নাই। তোমাকে বিনা দোষেই অনেক কষ্ট দিছি। আমি কি করব বলো?? তোমার সামনে এতো বড় একটা অপমান কাঁধে নিয়ে তোমার চোখে চোখ রাখতে পারতাম না আর জীবনেও। তাই তোমার শত অনুনয়েও তোমার কাছে ফিরে যাই নাই। তোমার সাথে কাটানো সময়গুলো ছিলো আমার জীবনের সবথেকে ভালো সময় । মিথ্যা বলব না, তুমি আমাকে সবসময় রাজকুমারীর মতই ট্রিট করেছিলে । আমি তোমার মত একজনকেই তো চেয়েছিলাম। কিন্তু আমি নিজেই যেন সব কিছু গুড়িয়ে দিলাম। কোন সর্বনাশা নেশায় জানিনা। কিন্তু তুমিও তো আমাকে বুঝলে না। তুমি ভাবতে আমি তোমাকে ভালোবাসি না। কেন?? তোমার অতিরিক্ত পাগলামির ঢেউয়ে আমি ভেঙ্গে যেতে থাকলাম। তোমাকে যতই বুঝাতাম তাও তুমি বুঝতে না। হয়তো এটা তোমার বয়সের দোষ। বড়রা বলতো সমবয়সীদের মধ্যে সম্পর্কে অনেক সমস্যা হয়। সবথেকে বড়টার উদাহরণ তো আমরাই। আমাদের কারোরই ধৈর্য ছিলো না। মানসিকতার সমস্যাও ছিলো। আর সবথেকে বড় সমস্যা ছিল ভাগ্যের। কিন্তু এিসব বলার জন্যে এই চিঠি লেখা না। আমি তোমাকে বলতে চাই যে আমার ভালোবাসা সত্যি ছিল। আর আমি তোমার ক্ষমাপ্রার্থী কারণ আমি নাকি তোমার জীবন নষ্ট করে দিয়েছি । তোমাকে মুখে বলার সাহস আমার নেই। এই জন্যে এখানে চিঠি লিখলাম। জানি , এটা তুমি কোনোদিন পড়বে না। কিন্তু এগুলো না বললে আমিও হয়তো দায়মুক্ত হব না। তোমাকে মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে । ভালো থেকো। অনেক ভালো। আর আমাকে ভুলে যেও। প্লিজ।
ইতি , তোমার ব্ল্যাকএন্জেল।