বাংলাদেশের নায়ক অনন্ত জলিল দেশের সিনেমা শিল্প’কে পুনরুদ্ধার করবার জন্য যে প্রচেষ্টা করে যাচ্ছেন সেজন্য সাধুবাদ জানাই। সিনেমা শিল্পে তার সাম্প্রতিক ইনভেস্টমেন্ট বা মুভি বানানো অনেক সিনেমা হলের শ্রমিক ও কর্মচারীদের জীবিকার পথ খুলে রেখেছে। সে কম আর বেশি যাই হোক। কিছুদিন আগে তার একটা মুভি দেখলাম। নাম নিঃস্বার্থ ভালবাসা। (What is Love?)
আমি যদি তার মতো নায়ক হতে পারতাম তাহলে নিজেকে নিম্ন লিখিত পরামর্শগুলো দিয়ে নিজের অবস্থার আরও উন্নয়ন ঘটাতাম এবং দেশের অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসাবে বিচরণ করতামঃ
১) নিজেকে আরও উন্নত করবার জন্য আমি নিজের জন্য একজন ইংরেজি শিক্ষক রেখে দিতাম। খুব সম্ভবত ঢাকার ইংরেজিতে মিডিয়াম থেকে পাশ করা কোন ছেলে বা মেয়েকে বলতাম, ‘তুমি আমার সাথে সব সময় ইংরেজিতে কথা বলবে। আমার উচ্চারনে যে সমস্ত ভুলভ্রান্তি থাকবে তুমি সেইগুলো ধরিয়ে দিবে। (I hire you, you. You talk to me English day and night. You catch my pronunciation mistakes all the times)
২) আমার পার্সোনাল সেক্রেটারি হতো একজন ভাল বাংলা জানা ব্যক্তি। কারন ইংরেজি শেখার আগে চাই বাংলা ভাষার গাঁথুনি। I hire you, you. You talk to me বাংলা day and night. You catch my pronunciation mistakes all the times)
৩) নিজে নায়ক, নিজে পরিচালক, নিজে প্রযোজক, নিজে স্ক্রিপ্ট রাইটার – সব কিছু নিজে হলেও আমি আশে পাশের অভিজ্ঞ কাউকে দিয়ে সিনেমার ডায়লগ গুলো দেখিয়ে নিতাম। ডায়লগগুলো যেখানে প্রযোজ্য সেখানে সেই ধরনের পেশার লোক দিয়ে যাচাই করে নিতাম। যেমন, ডাক্তার জানবে ক্যান্সারের জীবাণু সংক্রামক কি না অথবা আইনজীবী জানবে কোন পরিস্থিতিতে কোন আইন প্রয়োগ হবে।
৪) প্রতিদিন আরও বেশি করে ব্যায়াম করে কমপক্ষে আরও পনের কেজি ওজন কমাতাম। ট্রেড মিলে প্রতিদিন ৭ মাইল করে দৌড়াতাম।
৫) একজন নাচের শিক্ষক রাখতাম।
6) একজন পার্সোনাল ফ্যাশন ডিজাইনার রাখতাম। সে বলে দিত কোনটা মেয়ে লোকের পোশাক আর কোনটা পুরুষের পোশাক। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে নায়কের পোশাক।
৭) টিভি নায়ক মোশাররফ করিমের কাছে থেকে কিছু কিছু অভিনয় শিখতাম। মাঝে মাঝে তার কাছ থেকে অভিনয়ের তালিম নিতাম। আমি তাকে ফোন দিতামঃ What’s up dude Mossaraf! You come, I meet somewhere, you show what is acting)
৮) একজন PR Manager (পাবলিক রিলেশনশিপ) রাখতাম। আমি কোথায় কিভাবে, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলব সে বলে দিবে। মিডিয়ার কাছে যাবার আগে একটু প্র্যাকটিস করে নিতাম। মিডিয়ার লোকদের প্রশ্ন আগে থেকেই জেনে নিতাম। উল্টাপাল্টা প্রশ্ন করলে উত্তর নাই।
৯) মুন্নি সাহার কাছে জীবনেও সাক্ষাৎকার দিতাম না। আপনি হিংসুটে টাইপের। (You no good Munni Saha, you jealous on my success)
১০) বাংলা ও ইংরেজির উচ্চারণের সমস্যা যদি নিরাময় যোগ্য না হয় তাহলে আমার উচ্চারণ ডাবিং/লিপ্সিং করবার জন্য অন্য কাউকে দিতাম।