পদ্মা নদীর চর
পাখিটা সম্ভবত মাছ ধরছিল। যারা পদ্মা নদীতে গেছেন তারা দেখতে পাবেন, এরকম অসংখ্য পাখি ঝাক বেধে নদীতে মাছ শিকার করে।
এটা সম্ভবত জেলেদের এলাকা। নদীতেই এদের বাসস্থান, নদীই এদের জীবিকা।
এটাও একই। জেলেদের এলাকা। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমানে শুটকি বানানো হয়। যারা শুটকি খাদক তারা অবশ্যই আসবেন টাটকা শুটকি কিনতে।
এই লন্সে ঠিক কতজন বরিশাইল্লা আছে গুনতে পারিনি,,, তবে লন্সটার অবস্থা অনেকটা ডুবু ডুবু ভাব ছিল। বরিশালের মানুষ কিনরতু খুব মজার মজার কথা বলে।
ভোরবেলাই পদ্মার পাড়ে যেতে পারলে এরকম অনেক শালিকের ঝাক দেখতে পারবেন।
পরিত্যাক্ত একটি ট্রলার।
নদীর ভেতর থেকে বালি খনন করে এই পাইপ গুলোর মাধ্যমেই পাড়ে আনা হয়।
দুজনে চুপিশারে আলাপ করছিল। আমিও চুপচাপ পেছেন থেকেই ছবিটা তুলে নিলাম।
ইঞ্জিন চালিত নৌকা। জেলেরা মাছ ধরার জন্য এ ধরনের নৌকা গুলোই ব্যাবহার করেন।
আরও অনেক ছবি তুলেছিলাম। কিন্তু আপলোড লিমিট শেষ হওয়ার কারনে আর দিতে পারলামনা। ছবি গুলো তুলেছি বাগেরহাট থেকে চিটাগাং যাওয়ার পথে। যারা আরিচা কিংবা মাওয়া ঘাট থেকে ফেরীতে করে নদী পার হয়েছেন তারা এই দৃশ্যগুলো হয়ত স্বচোখে দেখেছেন। সত্যিই, আমার দেশ সত্যিই অপরুপ।
ফটোব্লগ করেছি এই প্রথমই। ফটোগ্রাফীতে আমি এখনও বেগিনার, তাই ছবিতে কোন ভুল থাকলে অবশ্যই জানাবেন।
আর ফেসবুকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।
আমেদের গ্রুপ লিংক : Artgallery Bangladesh
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫