বাংগালী হিসাবে আমরা কিন্তু অনেক কিউট একটা
জাতী, বিশেষ করে আমাদের কাজকর্ম গুলো
কিন্তু বেশ উপভোগ্য।
একদিন দেখলাম এক লোক কলা খেয়ে
কোনদিকে না তাকিয়ে কলার ছিলকাটা রাস্তাতেই
ফেলে দিলো।
তার পেছনের লোকটা উপরের দিকে তাকিয়ে
ফোনে কথা বলতে বলতে হাটছিলো।
হাটতে হাটতেই লোকটার পা গিয়ে পড়লো
ছিলকার উপর।
কি আর করা!! লোকটা ততক্ষনেই চিৎপটাং।
লোকটা কিন্তু তখনো কান থেকে ফোন
সরাইনি।
ফোন কানে থাকা অবস্থাতেই ছিলকা দাতাকে
অকথ্য ভাষায় কিছু গালি দিলেন,
এরপর উঠে দাড়ালেন, এরপর হাটতে শুরু করলেন।
কলার ছিলকাটা যে ফেলেছিলো মনে মনে তার
জন্য একটু আফসোস হয়েছিলো আমার!
অবশ্য নিজের দোষেই গালি খাইছে, আমার কি?
তবে,
মুলবক্তব্য হলো শহরটাকে আমরাই নোংরা করি
আবার আমরাই সরকারকে গালি দিই।
শুধু কিউট জাতী হলেই হবেনা, দেশটাকেও কিউট
রাখতে হবেতো!!
দেশকে আবর্জনা মুক্ত রাখতে হলে সরকারের
পাশাপাশি আমাদের জনসাধারনেরও সচেতন হতে
হবে।
তাহলে আর কাওকে কলার ছিলকায় পিছলা খেয়ে
পড়তে হবেনা, আর কাওকে গালিও শুনতে হবেনা।
সরকারি সচেতনতার পাশাপাশি গনসচেতনতা কিন্তু অধিক গুরুত্বপূর্ন। বাংগালী হিসাবে আমরা কিন্তু অনেক কিউট একটা
জাতী, বিশেষ করে আমাদের কাজকর্ম গুলো
কিন্তু বেশ উপভোগ্য।
একদিন দেখলাম এক লোক কলা খেয়ে
কোনদিকে না তাকিয়ে কলার ছিলকাটা রাস্তাতেই
ফেলে দিলো।
তার পেছনের লোকটা উপরের দিকে তাকিয়ে
ফোনে কথা বলতে বলতে হাটছিলো।
হাটতে হাটতেই লোকটার পা গিয়ে পড়লো
ছিলকার উপর।
কি আর করা!! লোকটা ততক্ষনেই চিৎপটাং।
লোকটা কিন্তু তখনো কান থেকে ফোন
সরাইনি।
ফোন কানে থাকা অবস্থাতেই ছিলকা দাতাকে
অকথ্য ভাষায় কিছু গালি দিলেন,
এরপর উঠে দাড়ালেন, এরপর হাটতে শুরু করলেন।
কলার ছিলকাটা যে ফেলেছিলো মনে মনে তার
জন্য একটু আফসোস হয়েছিলো আমার!
অবশ্য নিজের দোষেই গালি খাইছে, আমার কি?
তবে,
মুলবক্তব্য হলো শহরটাকে আমরাই নোংরা করি
আবার আমরাই সরকারকে গালি দিই।
শুধু কিউট জাতী হলেই হবেনা, দেশটাকেও কিউট
রাখতে হবেতো!!
দেশকে আবর্জনা মুক্ত রাখতে হলে সরকারের
পাশাপাশি আমাদের জনসাধারনেরও সচেতন হতে
হবে।
তাহলে আর কাওকে কলার ছিলকায় পিছলা খেয়ে
পড়তে হবেনা, আর কাওকে গালিও শুনতে হবেনা।
সরকারি সচেতনতার পাশাপাশি গনসচেতনতা কিন্তু অধিক গুরুত্বপূর্ন।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ১০:৪৫