প্রত্যেকটি স্বাধীন দেশের রয়েছে নিজস্ব কৃষ্টি ও কালচার। রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত সংস্কৃতি। ব্যতিক্রম বাংলাদেশের বেলায়। আমরা এমনি এক হতভাগা জাতি, যে জাতি দিশা হারিয়ে ফেলেছে। তা না হলে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জাতি হবার পরও আমাদের এক প্রকার অবহেলার শিকার হতে হচ্ছে। আমাদের ভাষা যা পৃথিবীর সব চেয়ে সুরেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে (উইকি), আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্যর মাণ, আমাদের গান, কোনটাই আর আমাদের চৈতন্নে আলোড়ন তৈরি করে না। বাংলা পৃথিবীর ষষ্ঠ বলিত ভাষা (ম্যান্ডারিন, স্পানিশ, ইংরেজি, হিন্দি, আরবি এর পর। এর মধ্য ম্যান্ডারিন ছাড়া অন্যান্য ভাষা, কোণটাই একক জাতিগোষ্ঠীর নয়)। সেই হিসেবে বাংলাই দ্বিতীয় বলিত একক জাতিয় ভাষা। এত কিছুর পরও, বিশ্বের কাছে বাংলা একটি অবহেলিত ভাষা। কিছুদিন আগেও, মোবাইল ফোনে আমরা দেখেছি যে অহমিয় মালায়াম, তেলেগু, ইত্যাদি ভাষার সাপোর্ট ছিল, কিন্তু বাংলা ভাষারটা ছিলনা। এর দুইটি মানে হতে পারে। হয় পৃথিবীর সবাই আমাদের বিরুধে চক্রান্ত করছে (যা বিশ্বাস করতে গেলে নিজেকে অর্বাচীন মনে হয়) অথবা, আমরা বাঙালিরাই, নিজেদের মর্যাদা দিতে শিখি নাই। তাই আমরা বাঙালিরা, বিশ্ববাসীর কাছ থেকে সম্মান আদায় করতে পারি নাই।
ইদানিং একটা বিষয় খুব লক্ষ করি, বেশ কিছু বাঙালি বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এক ধরনের হীনমন্যতায় ভোগেন। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে বাঙালির এই আত্মসন্মান বোধের অভাব আজকাল খুবই চোখে পড়ার মত। আমরা সব জায়গায় বাংলা বলি না, ছেলেমেয়ে বাংলা না শিখলে আমরা গর্ববোধ করি। একটু টাকা পয়সা হলে সন্তানকে ভাল শিক্ষার নাম করে পাঠিয়ে দেই ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে। তাহলে বাংলা মাধ্যমে কি ভাল শিক্ষা দেয়া হয় না?
শুধু বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি চারজন শহীদ হন। ভাষার দাবিতে প্রাণদানের নজির সারা পৃথিবীতেই বিরল। অথচ এখানে লালিত হয় ভিনদেশী কালচার । মাতৃ ভাষার জন্য জীবন দানকারী জাতি নিজ ভাষা ছেড়ে যখন বিদেশী ভাষা নিয়ে গর্ব করে তখন প্রজন্মকে মূর্খ বলে সম্বোধন করলে কারো আপত্তি থাকার কথা নয় । আমাদের মাতৃ ভাষার প্রতি অবজ্ঞা দেখে ভাষা শহীদদের আত্মা ধিক্কার দিচ্ছে। আমাদের সম্মানিত ভাষা সৈনিকেরা জীবন বাজি রেখে পাকিস্তানীদের চাপিয়ে দেয়া উর্দুর কবল থেকে মুক্ত করেছিলেন, আর আমরা স্বেচ্ছায় ভিনদেশী সংস্কৃতি লালন করে বিদেশী ভাষাকে মাতৃ ভাষার উপরে প্রাধান্য দিতে বসেছি । যে অর্জন পৃথিবীর ৬,৯১২ টি ভাষাগোষ্ঠীকে শিখিয়েছে আমাদের মাতৃভাষার প্রতি প্রেম ভালবাসা। সেই ভাষাকেই এত অবমূল্যায়ন? ছিঃ আমরা কতো আত্মভোলা জাতি? নির্লজ্জতার চূড়ান্ত।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ৯:১৭