বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনিত হয়েছে, শুনতে ভালই লাগে। রেমিটন্স, আমদানি-রপ্তানি, ইনকাম সোর্স, ক্রয় ক্ষমতা, রিজার্ভ ফান্ড বৃদ্ধি সর্বপরি যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এমনটি হয়েছে। হয়তো বা এ সরকারের নেতৃত্বে একদিন দেশ উন্নত বিশ্বে পরিনত হবে। আমরাও তাই আশা করি। কিন্তু আসলে কি তাই?
যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এখন ঢাকায় নৌকা ব্যবহারের উপক্রম প্রায়। ভোটের আগে মাননীয় মেয়র মহোদয়গন রাস্তা পরিস্কার করলেন। অনেক আশা ভরসা দিলেন কিন্তু আমরা কি দেখছি? আগে যানজট লাগলেও গাড়ী আস্তে আস্তে চলতো ৫-১০ মিনিটে যানজট চলে যেত। এখন যানজট লাগলে ড্রাইভারগন ষ্ট্যাট বন্ধ করে ঘুমান বা একে অপরের সাথে গল্প গুজব করেন, রাস্তার ধারে ফুটপাতের দোকানে পান বিড়ি খান। কিন্তু যানজট ছাড়ার কোন লক্ষণ দেখি না। ঘন্টার পর ঘন্টা যাত্রিগনকে অসহায়ের মত অপেক্ষা করতে হয়। এ ভাবে চলতে থাকলে একদিন দেখা যাবে ফ্লাইওভার গুলোতে গাড়ী চলছে আর নীচ দিয়ে নৌকা।
পাখি যখন কোন গাছের ডালে বসে সে তার ডানার উপর ভর করে বসে ডালের উপর নয়। তাই সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে জনগন তথা নগরবাসীর সুবিধার্থে কার্যকরী ও বলিষ্ঠ ভুমিকা গ্রহনের অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫