১। মা আমাদের জন্ম দেন, তার কাছে আমরা খাদ্য পাই.।কিন্তু মায়ের সন্তানের প্রতি এত দয়া হয় কেন? আর এ চলমান দয়া আমৃত্যু থাকে কেন? মানুষ যদি প্রকৃতিক ভাবেই সৃষ্টি হবে, বায়োলোজিকেল মা তাকে জন্ম ও দুধ দিয়েই ছেড়ে দিতে পারত, দয়া-মায়া আবার কোথথেকে আসে?
Animal Kingdom’এ অনেক প্রণী আছে যারা প্রয়োজনে তার বাচ্চা খেয়ে ফেলে, আমাদের মা’রা আমাদের খেয়ে ফেলে না কেন? মা’রা তো প্রকৃতির সৃষ্টী(?)
২। নারী-পুরুষ (স্বামী-স্ত্রী) একে অন্যর মধ্যে যে কাছে আসার সম্পর্ক, তা কি ব্যঘাত ঘটত না যদিঃ
Biologically entity একই থাকত, অথচ নারীর কন্ঠ-স্বর পুরুষের মত হত?
Biologically entity একই থাকত, অথচ নারী টেকো মাথা হত, আর ত্বক হত পুরুষের মত?
Biologically entity একই থাকত, অথচ কাছে আসার সম্পর্ক না থাকত?
Biologically entity’ই ভিন্ন হত, অথচ কাছে আসার সম্পর্ক থাকত?
Biologically entity’ই ভিন্ন হত, কাছে আসার সম্পর্কও থাকত না?
Physical, Biological এবং Chemical এই বিষয় গুলোর সাথে স্নায়বিক (Psychological) যে সম্পর্ক বিদ্যমান, তা অবশ্যই যুক্তিসংগত ভাবে (perfectly and proportionately) স্থাপিত। এই ব্যবস্থা যদি প্রকৃতীক (Naturally) ভাবে হবে, তবে natural calamities (ঝড়, বন্যা, ভুমিকম্প) তো হইয়ার কথা না। কারন প্রকৃতী তো Perfect and Proportionate. (প্রকৃত কথা হল, এগুলো সবই সৃষ্ট)
Theology’তে এভাবে আপনি অনেক সাদৃশ (Similitude) তৈরী করতে পারবেন।