আলহামদুল্লিলা,
আপনারা অনেক বই পড়েছেন। সত্যের সন্ধানে থাকলে আপনি তা অবশ্যই পাবেন।
|এক |
আল্লাহ্ নিশ্চই মার্কস, স্পিনোজা বা মউদুদির বইতে তার পরিচয় দেয় নি। আচ্চা বলুন তো আজ থেকে ৫০০ বছর বা ২০০০ বছর আগে তো এই লোকগুলো ছিল না। তখন আপনি জন্মালে কার কাছে ঈশ্বরের তত্ত শিখতেন।?
--------------------------------------------------------------------------
43|23|এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে চলছি।
43|24|সে বলত, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? তারা বলত তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, তা আমরা মানব না।
--------------------------------------------------------------------------
।দুই
আল্লহ তার সম্পর্কে তার নাজিল কৃত বইতেই বলেছেন। নানা ইতিহাসের বই (যা অধিকাংশ আংশিক ঊপাত্ত নির্ভর) কেবল যাপিত জীবনেরই ধারনা দেয়, মূল সত্য প্রকাশ করে না
-----------------------------------------------------------------------
6|116|আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।
53|28|অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
-----------------------------------------------------------------------
তিন
বিশুদ্ধ জ্ঞানের এক মাত্র উৎস ওহি। জ্ঞান বলতে সৃষ্টি, স্রষ্টা, সত্য-মিথ্যার বিভাজান, সমাজিকে সর্ম্পকের রুপ-রেখা ইত্যাদি বুঝানো হয়েছে। [আলোচনা সংক্ষেপ করার জন্য, Physics-chemistry বা ইতিহাসের কয়েকটি হাড়গোড় ও দেয়াল চিত্র দিয়ে স্রষ্টা খোজার আলচনায় গেলাম না] আর এই ওহীর বিপরীতে আছে আনুমান বা An approach to understand। একান্ত সত্য বলে কিছূ নেই।
--------------------------------------------------------------------
6|148| আপনি বলুনঃ তোমাদের কাছে কি কোন প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পার। তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ কর এবং তোমরা শুধু অনুমান করে কথা বল।
37|156-157 না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের অহীলব্ধ কিতাব আন।
-------------------------------------------------------------------------
চার
আর এই ওহী (সত্য জ্ঞান) যারা নিয়ে এসেছিল তারা হলেন নবী। Stephen Hawking “A brief History of time” লিখে যেভাবে Physical Entity’র সত্যতা পর্যবেক্ষেন করেন আর পরে ওই বই এর Patent করান ও Best Seller হিসেবে ক্ষেতি আর্জন করেন, নবী-রাসূল(সঃ)’রা নিজের হাতে বা মন থেকে ওই রকম বই লিখেন না।
------------------------------------------------------------------------
2|23|এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
2|24|আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য
53|2-4|তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। (যা বলেন তা ) ওহী, যা প্রত্যাদেশ হয়।
---------------------------------------------------------------------
একা নবী(আ) থেকে আরেক নবী(আ)/রাসুল(স এর সময় ব্যবধান আনেক। আথচ তারা সকলে একে অন্যকে স্বকৃতি দিয়েছে। তারা কেউই নিজের ইবাদতের কথা বলে নি। আর এই দায়িত্ত পালন কারার জন্য পারিশ্রমিকও দাবী করেননি। অথচ নৈতিকতার দিকে তারা ছিল শ্রেস্ট। তাদের পোঁছে দেয়া জ্ঞানই শ্রস্টা সর্ম্পকে আমাদের জানাতে পারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১১ বিকাল ৫:৫৬