ভূমিকা:সামহোয়ার ইন ব্লগ কতৃপক্ষকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা/ভালবাসা সহ ধন্যবাদ জন্মদিন এর শুভেচ্ছার জন্য।আমার সব ব্লগার বন্ধুদের জন্য ও রইল অনেক শুভেচ্ছা/ভালবাসা ।ছোট একটা লেখা সবার জন্য ঠিক গল্প বলা যায়না....দিনপন্জি আকারে লেখা।
=============================================
মূল পোষ্ট:
আজ আমার জন্মদিন
জন্মদিনের সকালের আগে সুপ্রভাত জানিয়ে গেল বিশাল বাজে ধরনের কাশি।আমার চমৎকার বন্ধুরা তার সাথে জানিয়ে গেল ভালবাসা সহ শুভে্ছা।তাই কাশি কে করলাম বিশাল চপেটাঘাত ।বন্ধুদের সাথে ভাব বিনিময়ে বসে গেলাম আমিও জন্মদিন আসার পূর্বে।
কে কেমন আছে? ঘরে বাইরে? সবাইকে মঙ্গলগ্রহে ডিনার এর আমন্ত্রন ।যে যার স্পেস সূট পরে লাফিয়ে পর মঙ্গলগ্রহের উদ্দেশ কল্পনার অভিযানে।
সায়েন্স ফিকশান টা খুজে পাচ্ছিনা যা জন্মদিন উপলক্ষে লিখেছিলাম।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা /ভালবাসা।
ফেসবুকে টাইম লাইনে মেসেজ টা লিখে উঠে দাড়াল ও ।ভীষন মন টানতে লাগল বুড়িগঙ্গার তীর।বাসার সবাই এখন ও গভীর ঘুমে।ইচ্ছে হচ্ছে সবাইকে ডেকে আজ একটু হৈ চৈ করে।মায়ের ঘরের সামনে দাড়াল কিছুক্ষনের জন্য।বড় মায়া লাগল ঘুমন্ত মায়ের মুখটা দেখে।বড্ড রোগা ভোগা হয়ে গিয়েছে মাটা এই কয়টা বছরে।সন্তর্পণে মায়ের পা স্পর্শ করে বেরিয়ে এল খোলা বাতাসের স্পর্শ নিতে।
আহঃ শান্তি! বুক ভরে নিঃশ্বাস নিল অনেক দিন পরে।বাসার পাশে বুড়িগঙ্গা নদী।নদীর পাড়ে এসে বসে রইল কিছুক্ষন।নৌকাতে ঘুরতে পারলে ভাল লাগত।এখন ও সূর্যের আলো ফোটেনি ঠিক ওইভাবে।কোন নৌকা ,মাঝি চোখে পড়ছেনা। ওহ ওইতো ওইপাশে দুরের ঘাটে ছোট দুইটা ডিঙ্গি নৌকা বাধা আছে দেখা যাচ্ছে যা সম্ভবত কোন পরিবারের বসতি।বড় ইচ্ছে হচ্ছে ওই পরিবারটির সাথে সকালের নাস্তা করতে,ভালবেসে ভাব বিনিময় করতে,তাদেরকে বলতে শোন তোমরা
আজ আমার জন্মদিন।
তোমরা কি কিছুক্ষনের জন্য তোমাদের আশীর্বাদ মাখানো ভালবাসার হাতটি রাখবে আমার মাথায় ঠিক আমার মায়ের মত করে।
দূরত্বের কারনে ওখানে যাওয়া হলনা।ভিতরের ভালবাসার ধ্বণি ও পৌছল না তাদের কানে।
এত সুন্দর করে প্রকৃতি আগে কেন দেখা হয়নি ওভাবে।
সুন্দর প্রকৃতি এই নদী,আকাশ,বাতাস,গাছপালা শোন অনেকদিন পরে আজ আমার অনেক ভাল লাগছে।নিজেকে তোমাদের অনেক কাছের মনে হচ্ছে।শোন তোমরা অনেক দিন পরে আজ যেন নিজেকে আবার খূজে পেলাম।তোমরা কি সবাই আমাকে আশীর্বাদ করবে আজ প্রানভরে:
আমি এই চাই তোমাদের কাছে;;;
আজ আমার জন্মদিন।