আগামীকাল শুক্রবার সমগ্র ইউরোপ ও সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশেই পবিত্র ঈদুল আজহা, মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পশু কোরবানী দেয়ার এক মহিমান্বিত দিন। আরবী শব্দ ঈদ-এর অর্থ আনন্দ-উৎসব এবং আজহা’র অর্থ পশু জবাই করা। মুসলমানদের জন্যে ঈদুল আজহা একই সঙ্গে পশু কোরবানী দেয়ার এবং উৎসব করার দিন। কোরবানীর উদ্দেশ্য আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা। কোরবানী দেয়ার প্রথম নির্দেশ এসেছিলো হযরত ইবরাহীম (আ.)-এর কাছে। তিনি আল্লাহ তায়ালাকে বেশি ভালোবাসেন ও মান্য করেন, নাকি সন্তানের গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি—সেটা পরীক্ষা করার জন্যেই এই উদ্দেশ্য ছিলো। এজন্যে তাঁকে আদরের পুত্র ইসমাইলকে (আ.) আল্লাহ তায়ালার উদ্দেশ্যে কোরবানী দেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। নির্দেশ অনুযায়ী ইবরাহীম (আ.) প্রস্তুতি নিয়েছিলেন, ইসমাইলও (আ.) কোনো দ্বিমত পোষন না করে সম্মত হয়েছিলেন। তা দেখে সন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ তায়ালা। পুত্রের গলদেশে ছুরি চালানো শুরু করার ঠিক আগ মুহূর্তে ইবরাহীমকে (আ.) এই সন্তুষ্টির কথা জানিয়ে বলা হয়েছিলো, তিনি যেন ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি পশু কোরবানী দেন। সে অনুযায়ী পশুই কোরবানী দিয়েছিলেন হযরত ইবরাহীম (আ.)। সেই থেকে পশু কোরবানীর মধ্য দিয়ে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করে আসছে। এই বিধানটি চূড়ান্ত হয়েছিলো শেষ রসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।
দিনটির তাৎপর্য শুধু পশু কোরবানীই একমাত্র করণীয় নয়। তার আগে পবিত্র হজ্জকে মুসলমানদের জন্যে ফরয বা অবশ্য পালনীয় করা হয়েছে। হজ্জ পালিত হয় হিজরি সালের শেষ মাস জিলহজ্জ মাসে। এ সময় বিশ্বের মুসলমানরা বিভিন্ন দেশ থেকে গিয়ে পবিত্র নগরী মক্কা মুকাররমায় সমবেত হয়। ৮ জিলহজ্জ থেকে তিনদিন ধরে তারা মিনা, মুযদালিফা ও আরাফাতের ময়দানসহ নির্ধারিত স্থানগুলোতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বলতে থাকে, ‘লাব্বায়ক, আল্লাহুম্মা লাব্বায়ক’। অর্থাৎ হে আল্লাহ, আমি হাযির হয়েছি। তারপর আল্লাহর ঘর পবিত্র কাবায় গিয়ে চারদিকে সাতবার ঘুরে ‘তাওয়াফ’করতে হয়। ‘সায়ী’করার জন্যে যেতে হয় সাফা ও মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে, যেখানে শিশু ইসমাইল (আ.)-কে পানি খাওয়ানোর জন্যে মা হাজেরা ছুটোছুটি করছিলেন এবং যেখানে আল্লাহ তায়ালার কুদরতেই তৈরি হয়েছিলো জমজম কূপ। সাতবার ‘সায়ী’করা তথা সাফা ও মারওয়ার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করার পাশাপাশি জমজমের পানিও পান করেন হাজীরা। সর্বশেষে আসে কোরবানীর পালা, উদযাপিত হয় ঈদুল আজহা। পবিত্র এ দিনটিতে পশু কোরবানী দেয়ার আগে দু’রাকাত ওয়াজীব নামায আদায় করতে হয়। এ বছর হজ্জ পালিত হচ্ছে আজ। সমগ্র ইউরোপ, সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা।
বলা প্রয়োজন, ঈদুল আজহা কেবলই পশু কোরবানী দেয়ার এবং উৎসব করার দিন নয়। দিনটির প্রধান মহিমা মুসলমানদের মধ্যে আল্লাহ তায়ালার প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও আনুগত্য তৈরি করা এবং স্বার্থ চিন্তার উচ্ছেদ করে আত্মত্যাগের শিক্ষা দেয়া। আল্লাহ তায়ালার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করাই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। সুতরাং কেবলই পশু কোরবানী দেয়া নিয়ে ব্যস্ত থাকার পরিবর্তে মুসলমানদের উচিত নিজেকে আল্লাহ তায়ালার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করা এবং তাঁর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। একই কারণে পশু কেনা উচিত সৎপথে উপার্জিত অর্থ দিয়ে। পশুর গোস্ত যতো বেশি সম্ভব আত্মীয়-স্বজন ও গরীবদের মধ্যে বিলিয়ে দেয়ার মধ্যেও কল্যাণ রয়েছে। এভাবে সব মিলিয়েই কোরবানী তথা আত্মত্যাগ করার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। আমাদের আশা, বাংলাদেশের মুসলমানরাও দিনটির মূল শিক্ষাগুলো অনুধাবন করবেন এবং চেষ্টা করবেন যাতে প্রতিবেশী ও স্বজনসহ অন্যরাও উৎসবে শরীক হতে পারেন।
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশের জনগণের কষ্ট ও দুর্ভোগের কথা উল্লেখ করতেই হবে। ঈদুল ফিতরের মতো এবারও মানুষকে বাড়ি যাওয়ার সময় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তার ওপর রয়েছে বেহাল সড়কপথের ঝুঁকি ও বিড়ম্বনা। এতকিছুর পরও আমাদের আশা, ঈদ সবার জন্যে আনন্দপূর্ণ হয়ে উঠবে। আমরা যারা ইউরোপে আছি বা দেশের বাহিরে থাকি আমরা আমাদের স্বজনদের সাথে ফোনে হয়তো ঈদ শুভেচ্ছা বিনিময় করবো। ঈদুল আজহা সকলের জন্যে বয়ে আনুক অনাবিল আনন্দ এটাই আমাদের কামনা।
সকল শুভানুধ্যায়ীসহ দেশবাসীর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন