অজানা নাচের মূদ্রায় নিরন্তর নৃত্যরত দিগন্তগামী লাউডগা
তার অভিযাত্রা ব্যহত হয় না সম্পর্কের টানাপোড়েনে
হিজলের ডালে বসে কী ভেবে চমকে উঠেছিল মাছরাঙা
লাউডগা তার কোন হিসাবই রাখে না, জেনে বা না জেনে।
বর্বরতার কোন ইতিহাসই তাকে পারে না ছুঁতে
লাউডগার কাছে গেলেই থেমে যায় জীবনের হাহাকার
আমরা যখন সংগ্রাম করি, তখন বেঁচে থাকে সে
তখনও বেঁচে থাকে, যখন কথাবলি বিপ্লবের ব্যর্থতার।
মানুষ আর লাউগডার মাঝে খরস্রোতা জীবনের হা-হুতাস
বকের পালকের মতো উত্তাল আছড়ে পড়ে রোদেলা নদী
কথা না ফোটা শিশুর মুখে উপচে উঠা হাসি অবধি
কোথায় উড়ে গেছে অজানায় পানকৌড়ির ইতিহাস।
এই লাউক্ষেতে ঘুমিয়ে পড়েছে বিশ্রাম আর দুর্বলতা
কোন কথা না বলেও সে সকাল সন্ধ্যা বলে কত কথা।
১৮/০৪/২০২১
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪২