এ কবিতা নষ্টদের বিরুদ্ধে
যে ধর্ষক, সেতো আমাকে ঘৃণা করে চক্ষু মুদে
মনে মনে রশিতে গিরা দিয়ে বানায় আমার ফাঁস
মানুষতো পিঁপড়ের মতো কখনোই হবে না ক্ষুদে
প্রকৃত মানুষই কামড় বসায়, না-হয়ে দাস৷
যে দস্যু সেতো মটকাতে চাইবে পাঁজরের হাড়
তীক্ষ্ণ চোখে দেখবে পেঁচা, ভেদ করে অন্ধকার
মানুষ অন্ধ নয়, মৃত্যুর গলা তার ধরতে জানা
তারা প্রভেদ করে রক্ত আর রক্তিম... বাকিটুকু পড়ুন