কতগুলো বুদবুদ মিলে হয় ফেনা তা কি জানে রিঠা ফল?
দীর্ঘায়িত দুঃখগুলো না-কেঁদে সযতনে রেখে দেই বুদবুদে
পাখির ঠোঁটের মতো শরবিদ্ধ বুদবুদগুলো ফেঁটে হয় জল
তুমিও তোমার বড় উড়াল দাও ঠোঁটের ফাঁক গলে রোদে।
আমাকে দেখো, ছাইতান ফুলের মতো উড়ছি তোমার পাশে
রোদ্দুরের পায়ের চাপে অবরুদ্ধ, অপুষ্ট আতশবাজির বাঁকে
তোমার আমার পার্থক্য, বিশাল বৈষম্য হয়ে আকাশে ভাসে
আমার কথামালা, কবিতার পংক্তি বৃষ্টিতে ভিজতে থাকে।
আমার কণ্ঠস্বর ব্যর্থ হয়, বুকের ভিতরের দীর্ঘশ্বাস মুক্ত করতে
বৃষ্টির তোড়ে ভেসে যায় জোছনা, কষ্টরা বিদ্ধ হয় ধুতুরা ফলে
শুনছি ভালবাসারা এখন বিবেচিত হয় রোদের উত্তাপের মতে
এভাবেইতো ছায়ার নিচে থেকে গুম হয় সুরেলা গান সকলে।
রিকশা যাবে, পাখা বুকের গহিনে গুটিয়ে রেখে বলি মৃদুস্বরে?
কিছুতেই বুঝতে পারিনি, বুদবুদের সৃষ্টি ফেঁটে যাওয়ার তরে।
লেখক: মুজিব রহমান, তারিখ: ২২/০৩/২০২১