সমাজের অসংগতি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মত সাধারণ মানুষের সংখ্যা প্রচুর।
শেয়ার করার মাধ্যমে বেশীর ভাগ মানুষ আত্নতৃপ্তি লাভ করে।
আত্নতৃপ্তি লাভের বিস্তর কারন অবশ্য আছে।
একথা সত্য যে, সোশ্যাল মিডিয়া সমাজের বিভিন্ন স্তরের অসংগতি, অনিয়ম এর বিরুদ্ধে গণসচেতনতার পক্ষে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়া দ্বারা বিশাল জনমত দ্রুত ও সহজেই গঠন করা সম্ভব।
সমাজের অসংগতি সমাজ সচেতন মানুষ পছন্দ করে না, তাই যার যার স্থান থেকে শেয়ার করার মধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করে।
কিন্তু, তথ্যর সত্যতা যাচাই করার আগ্রহীর সংখা খুব কম বা খুব কম লোকেই সত্য জানার চেষ্টা করে!!
যার কারনে, ভুল তথ্য সম্পন্ন লেখা বা ভিডিও গুলো খুব সহজেই লাখো কোটি ভিউয়ার হয়ে যায় আর, ভিউয়াররা সর্বচ্চ পর্যায়ের গালি উদগীরন করে।
সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে
এক দল অসাধু হীন মানুষিকতা সম্পন্ন মানুষ, ব্যাপক পরিমানের অসত্য ভিডিও ও তথ্য আপলোড করে ছড়িয়ে দিচ্ছে ।
যা সমাজ ও দেশের জন্য হুমকি স্বরূপ!!
আসুন সচেতন হই, সঠিক তথ্য জানার চেষ্টা করি, সঠিক তথ্য শেয়ার করি এবং সঠিক তথ্য জেনে বিচার বা মন্তব্য করি।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৪