#নাস্তিক
আমাদের সমাজ সহ পৃথিবীর সমস্ত দেশে এদের বিচরন উল্লেখযোগ্য হারে।
যে বা যারা ধর্ম বিশ্বাস করে না তারাই নাস্তিক।
আমার পরিচিত একজন নাস্তিক আছে (ইউরোপিয়ান) । আমার সাথে তার সম্পর্ক খুবই ভালো। ভদ্র লোক আমার কলিগ। জন্মসূত্রে খ্রিষ্টান।
একদিন তার সাথে বিশেষ এক কাজে যাচ্ছিলাম। সাথে অরো কিছু কলিগ ও ছিলো।
খ্রিস্টান ধর্মে গোরস্তান, গির্যা দেখলে ডান হাত বুকের দুপাশে নিয়ে কপালে ঠুকে শেষে হাত চুম্বন দেয় ধর্মীয় ইবাদত হিসাবে।
যখন সবাই তা করলো কিন্তু ভদ্র লোক নাস্তিক উহা পালন করলো না।
তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি অন্যদের মত সালাম দিলেন না?
তিনি আমাকে জানালেন " তিনি এসবে বিশ্বাস করেন না"।
মানে ধর্ম মানেন না।
: অন্যরা করলে আপনি বিব্রত হন না?
: তারা বিশ্বাস করে, পালন করে। বিব্রত হবার কি আছে!!
( তার মানসিকতা বোঝার জন্য, তাকে প্রশ্ন করলাম )
: আপনার তো তাদের কে বোঝানো উচিৎ এসব অযথা কর্ম!!
: কেন আমি করবো। এটা যার যার বেক্তিগত বিষয়। তোর কি মনে হয়? যে যিসু মারা গেছে কয়েক হাজার বছর আগে, তাকে খোদার ছেলে উপাধি দেওয়া কোনো মানে আছে?
যেখানে খোদা সব জায়গায় বিরাজ করে, যার অস্তিত্ব চোখে দেখা যায় না!! যার কোনো আকার নেই, তার আবার ছেলে হয় কি করে?!
: তাহলে যারা এটা বিশ্বাস করে কেন আপনি তাদের যুক্তি দিয়ে বুঝান না কেন?
: ধর্ম যার যার ব্যাক্তি গত ব্যাপার, সেখানে আমার যুক্তি অন্যকে বলা অন্যায় মনে করি। ধর্ম যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা করবে না। বোঝানোর কিছু নাই।
( সংক্ষিপ আকারে তুলে ধরলাম, তাদের চিন্তা তুলে ধরার জন্য )।
তবে আমাদের উপমহাদেশের নাস্তিকের সংগা একটু আলাদা। এরা শুধু মাত্র ইসলাম আর ইসলামের মহা মানবদের জীবনী গালি দিয়ে ব্যাবচ্ছেদ করেই স্বঘোষিত নাস্তিকের টাইটেল ধারন করে।
মুক্তমনা বলে দাবী করে!!
এরা ইসলামের ধর্মীয় মহা মানবদের গালি দিয়ে আত্নতুষ্টি বোধ করে।
ধর্মকে গালি দিয়ে ইউরোপ আমিরিকায় এসালেমের ধান্দা করে!!
#আস্তিক
আমাদের দেশের ৯৫% + লোক আস্তিক।
যারা ধর্মকে মনে প্রানে বিশ্বাস করে।
এরা জেনে / না জেনে নাস্তিকতা কে বিস্তার করে। নাস্তিকদের প্রোমোট করে। এসাইলেম পেতে সুবিধাবাদি নাস্তিকদের সাহায্য করে।
হ্যা আমাদের দেশে নাস্তিকতা অনলাইন ( ফেইসবুক, ব্লগ, ইউটিউব) এর মাঝে সিমাবদ্ধ।
কেননা, তারা খুব ভালো করে জানে ৯৫%+ আস্তিকের দেশে জনসম্মুখে এসব বললে এসাইলেমের জন্য হয়তো আবেদন করার ও সুযোগ থাকবে না!
#কিভাবে আস্তিকরা নাস্তিকতা বিস্তার করে?
আমাদের দেশের নাস্তিকরা এসালেম পেতে খুব সুন্দর করে ইসলাম ধর্ম নিয়া ধর্মীয় ব্যাক্তিদের নিয়ে ধর্ম প্রচারকদের নিয়ে গালি গালাজ করে।
আর আস্তিক শ্রেণির লোক জন তাদের বংশ উদ্ধার করে অনলাইনে।
( শুধু যে অনলাইনে তা নয়, সামনে পেলে গর্দান ও কাটে)।
আস্তিকদের ভিডিও , লেখা, ছবি ব্যাপক হারে শেয়ার করে। তারা নাস্তিকদের কর্ম শেয়ার করে গালি-গালাজ করা তাদের ধর্মীয় ইবাদাত মনে করে!!
(আমার জানা নেই গালি-গালাজ করে কত টুকু ধর্মীয় ইবাদাত পালন হয়!?)
অথচ, তারা নিজেদের অজান্তে নাস্তিকতা প্রাচার করছে। যে ওই নাস্তিকের বক্তব্য কখনো শুনে নি , তাকে ও শোনার সুযোগ করে দিচ্ছে।
অথচ, তারা বুঝতেই পারছে না এতে করে নাস্তিকের প্রচার বাড়ছে। নাস্তিকতার প্রচার বাড়ছে!! সাধারন মানুষের মনে ধর্ম নিয়ে প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছে!!
#প্রতিরোধের উপায়
প্রতিরোধ করা কেউ যদি ইমানি দায়িত্ব মনে করে থাকেন, তবে করুন। কোনো প্রব্লেম নাই।
তবে তাদের প্রমোট করে নয়। তাদের জীবন কেড়ে নিয়ে নয়।
যুক্তি দিন।
ধর্ম বিষয়ে নিজের জ্ঞান প্রসারিত করুন।
অথবা,
তাদের বক্তব্য জনসম্মুখে তুলে ধরা থেকে বিরত থাকুন।
আমি মনে করি, এভাবে ভারচুয়াল জগতে এদের এভাবে প্রতিবাদ করলে বরং এদের আনেক প্রাচার বাড়ে, সাধারন মানুষ এদের আজে বাজে গালি দিয়ে হাজার হাজার কমেন্ট করে।
এতে করে তারা আমাদের লাইক কমেন্ট দ্বারা উৎসাহী হয়ে ওঠে এবং আরো অগ্রসর বা আরো বেশি করে আজে বাজে ভাবে ধর্ম নিয়ে কথা বলে।
খুব সহজে ফেমাস হয়ে যায়।
আপনি ভেবে দেখবেন, এদের এই আজে বাজে ভিডিও, কথা বার্তা গুলো যদি আমরা সাধারন মানুষ যদি আমলে না নিতাম, তবে এরা আপনা থেকে এসব করা বন্ধ করে দিতো।
এদের অন্য ভাবে প্রতিহত করা উচিৎ বলে মনে করি।
এদের আমলে নিয়ে ভারচুয়াল জগতে কথা-বার্তা, গালি-গালাজ করলে এদের আরো উপকার হয় বলে মনে হয়।
আমরা যদি সবাই তাদের আমাদের ফ্রেন্ড লিষ্ট থেকে ঝেড়ে ফেলি, কেউ যদি ওদের ফলো না করি কেউ যদি তাদের লিষ্টে এসব কুলাঙ্গার কে না রাখে। তাদের লেখা গুলো না পড়ে।
তবে আপনার কি মনে হয় ওরা আপনা থেকে বিরত থাকবে না?
আমাদের অতি আগ্রহ, আতি ইমানী দায়িত্ব এদের আরো উৎসাহ দেয় বলে মনে হয় ?
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬