বিডিয়ার বিদ্রেহ ঢাকা পড়ল এশিয়া কাপে!! ব্যাংক চুরির ঢাকা পড়তেছে তাসকিন আর সানিকে নিয়ে!!
সামনে আবার কোন ইস্যু আসতেছে সব কিছুকে চাপা দিতে?
মনে রাখা দরকার, সব কিছুর পিছনে সব কিছু যোগসূত্র আছে!!
তার উপরে বাংলাদেশ ব্যাংকের সুইফট কোডের নিয়ন্ত্রণ হয় ভারতে!! আমার দেশের গোপনীয় কিছু কেন অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হবে?আর স্বাধানী সার্বভৌম বাংলাদেশের এই সুইফট কোডের নিয়ন্ত্রণ কেন দেশ থেকে করা হয় না!! টাকা লুটের পর নিয়ন্ত্রণে জড়িতদের বাংলাদেশে আসতে বলা হলেও তারা আসছে না!!
টাকা খোয়া গেছে ৫ ফেব্রুয়ারি, আর আমাদের অর্থ মন্ত্রী সাহেব ফেব্রুয়ারি র ২৯ তারিখেও এসে বলেন " সংবাদ পত্র থেকে জেনেছেন " !! বাংলাদেশ ব্যাংক নাকি তাকে কিচ্ছুই জানানি!!
এত বড় একটা ঘটনা ঘটে গেল আর অর্থ মন্ত্রী জানি জানলেন ২৪ দিন পরে। কিসের এত লুকোচুরি?
এর পরে,
ভারতীয় নাগরিক বিশ্বব্যাংকের অভিজ্ঞতাসম্পন্ন সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্তানার মৌখিক পরামর্শে, নিরাপত্তার জন্য নতুন সফটওয়্যার ব্যাবহার করবে বাংলাদেশ ব্যাংক!! সফটওয়্যারটি সরবরাহও করবেন রাকেশ আস্তানা !! এক বিদেশি লোকের হাতে দেশের আর্থিক খাতের সকল তথ্য তুলে দেওয়া কতটুকু যুক্তি পূর্ণ? দেশের আর্থিক খাতের জন্য যে হুমকি নয়, কি তার নিশ্চয়তা? বাংলাদেশ ব্যাংক এর সকল শাখায় সকল কম্পিউটারে তার সফটওয়্যার চলবে এখন থেকে!!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৯