এত কিছুর পরও আমি বাচঁতে চেয়েছিলাম
কষ্ট মুছে নিয়ে হাসতে চেয়েছিলাম ।
তোমরা আমার দু্ঃখের ইতি টানতে দেও নি
শারিরীক নয় , মানসিক আঘাতে -
ধ্বংস করেছিলে আমায় !
নিজের পায়ে ভর করে
পৃথিবীটা দেখার আজন্ম সাধ ছিল
সৌভাগ্য হয় নি আমার !
আক্ষেপ হয় আমার ! শুধু আক্ষেপ
আমি মরে যাবার পর আমার প্রতি
যে ভালোবাসা প্রকাশ করবে
সে ভালোবাসা আগে প্রকাশ করো
আমি তাহলে আত্মহত্যা করব না !
কবিতাটি লেখার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে । প্রতিনিয়ত অনেক মানুষ আত্মহত্যা করে , শুধুমাত্র আশেপাশের মানুষের অবহেলার কারণে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় । পৃথিবী ত্যাগের পূর্বে তারা কিছু নিদর্শণ দিয়ে যায় । আমরা বুঝতে ব্যর্থ হই । তারা মূলত বাচঁতে চায়