অনেক বছর আগে কোন এক বসন্তের রাতে ফুল হয়ে ফুটেছিলে
অজস্র পাপড়ি ছিল তখন
আজ একটিও নেই , বিলীন হয়ে গেছে ।
আমার বুকের রেখা গুলোও ধীরগতিতে বেড়ে গেছে
হৃদপিন্ডে সহনীয় মাত্রার চাপ অনুভূত হয় ।
তবে এটা যে কিছু বসন্ত পাড়ি দিলে
অসহনীয় হয়ে উঠবে
তার আভাস পাচ্ছি প্রতি পদক্ষেপে ।
সেই ঝড়ে পড়া পাপড়িগুলো আজ নেই ! স্মৃতিরা আজও অল্প জলে সাতাঁর কাটছে
পাপড়ি ঝড়ার দিনেও সূর্য সঠিক সময়ে উদিত হয়েছিল
তখন বুঝতে পারিনি আজ সেই অন্তিম লগ্ন
তারপর থেকে আমি হেটেঁছি সমুদ্রের তীরে
আমি সহস্র বছর অপেক্ষা করেছি
কোন এক সমুদ্রের কোল ঘেঁষে
আমি সমুদ্রের বালি কুড়িয়েছি ,
এটাই ছিল প্রিয় শখ । তুমি প্রদত্ত শখ ।
আমি সমুদ্রের অর্ধেকের বেশি বালি গুনেছি ,
তবুও তুমি ফিরে তাকাওনি !
আমার গোধূলি বিকেলে তুমি আবারও এসো
তোমার বৃদ্ধ বুকে মাথা রেখে আমি আমার জীবনের ইতি টানব