কুয়াশার দিন নয় আজিকে
আজি স্নিগ্ধ রোদ্দুরের দিন
তবুও বুকের ভিতরভাগে কুয়াশা জমেছে
তুমি ছিলে , নেই বলে ।
আজি মৃদু তটিনীর ভ্রান্ত ক্রন্দনে কাঁদব আমি হিমবাহ ! বরফ ! আরো বাড়বে
তুমি আরো দূরগামী হবে !
আমি কাঁদলেও তুমি হাসবে ,
আমি হাসলেও তুমি হাসবে
কার কি আসে যায় !!
ক্রন্দনগুলো তো আমার ঠিকানায়ই চিঠি লেখে । লেখুক ! তবে লেখবেই বা কেন ?
আমি কি তাকে প্রহার করি ?
ক্রন্দনের স্বাদ !! আমি পান করি ,
ক্রন্দনের স্বাদ পান করে
আজ বিষাক্ত জীবন আমার ।
বিষ উপচে পড়ছে
ভুলেও হাত বাড়িও নাহ , পুড়ে যাবে হাত
ঝলসে যাবে তুমিও !!!