তোমাকে জলাঞ্জলি দেবার পর
এক অদ্ভুত বিষণ্ণতায় বিভোর আমি
মধ্যরাতে অনেক কেঁদেছি
জানালার পানে তাকিয়ে তোমায় ডেকেছি।
অন্ধকার নগরের দগ্ধতা যখনই আহত করেছে আমায়
তখনই প্রাচীর টপকে শুধু তোমায় নিংড়ে নিতে চাইতাম
আমার পায়ে শিকল ছিল,অদৃশ্য শিকল
শিকল গুড়িয়ে দিতে পারি নি বাস্তবতার কারনে।
বাস্তবতা আমাকে অনেক হতাশায় ডুবিয়েছে
মেরে ফেলেছে মরার অনেক আগেই
মৃত্যু কি শুধুই মরে যাওয়া,লাশ হয়ে দাফন হওয়া !
তোমার আমার বিচ্ছেদ আমার জীবনের সবথেকে করুণ মৃত্যু।