অবশেষে এক বাক্যে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
অতঃপর তোমার বুকে মাথা রেখে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
আহা কি স্নিগ্ধ শ্যামল হাওয়া,
রন্ধ্রে রন্ধ্রে তার চুম্বনের কোমলীয় স্পর্শ এবং
নিঃশ্বাসে তার সুঁড়সুঁড়ি নিয়ে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
এক সমুদ্র জোয়ার হৃদয়ে,
সেই স্রোতের টানে যেন ভেসে চলে সাম্পানওয়ালার সাম্পানখানি,
তার উথাল পাথাল দোলায় দোলে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
দিগন্তে উদীয়মান সুর্যের বিচ্ছুরিত আলোকের লীলাখেলায়,
আকাশের নীলিমায় বিস্তীর্ণ তোমার উদারতায়,
নিজেরে হারায়ে খুঁজে আমি জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
শীতের কুয়াশায় ভেজা ঘাসের উপর
এক বিন্দু শিশিরের প্রিজমে ঝলকায় আগামীর স্বপ্ন,
চোখে সেই স্বপ্ন আর ঠোঁটে হাসি নিয়ে জানয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
নতুনের আগমনে চারিদিকে যেন উৎসবের আমেজ,
অংকুরিত কিছু সম্ভবনার শুভ সুচনা,
যথাপি নতুন দিগন্তের দ্বার খুলে দিয়ে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
সবুজ মাঠে হলুদের রংধনু আঁকা,
পাকা ধানের গন্ধে ঘরে ঘরে নতুন ব্যস্ততা,
সেই নবান্নের ধান আর সোনালী আঁশের ছোঁয়া নিয়ে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
কলসী কাঁধে গ্রামীণ মেয়ের পদ নৃত্য,
কৃষাণের গামছায় জড়ানো মাটির রাঙ্গুলী খেলা,
সেই আবেশী ভালোবাসার সুগন্ধি নিয়ে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
হাজারো বিস্ময়ের জন্ম দিয়ে
পৃথিবীর বুকে প্রথম আগমনী বার্তায় দেওয়া ক্রন্দনের ধ্বণি,
নবজাতকের সেই কান্নার তালে ছন্দ মিলিয়ে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
গ্রামীণ সরু পথে একতারা হাতে
বাউলের গলায় সেই অন্তর্ভেদী টান,
মাঝি মাল্লার দরাজ কন্ঠে আবেগী ভাওয়াই গান,
সেই সুরে সুর তুলে জানিয়ে দিলাম
তোমায় ভালোবাসি ।
সবুজের সমারোহে রুপসী সোনার বাংলা,
তোমার গুণমুগ্ধ এই আমি, আজ তোমায় জানিয়ে দিলাম
আমি তোমায় ভালোবাসি ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯