কতটা কষ্ট দিয়ে তুমি গিয়েছ চলে
কতটা দুঃখ বলে দ্বীপ রেখেছি জ্বেলে।
তোমার স্মৃতির অমূল্য রতন
রেখেছি হৃদয় মাঝে অতি সংগোপন।
কি যে এক অনুভূতি ক্ষণ ক্ষণিকায়
মন মাঝে সুর তুলে ভেসে ভেসে যায়।
কান্নার স্রোতধারা হৃদয় পিন্জরে
শিরা-উপশিরা আর ধমনীর তরে।
রক্তের সাথে মিশে বয়ে চলে যেন
শরীরের লোমগুলি খাড়া বুঝি হেন।
চোখ দুটি কেঁদে কেঁদে মরুভুমি প্রায়
বালির শুষ্ক নদী যেন পানির খরায়।
নিরবে ব্যাথ্যার বীণা বাজিয়ে যায় কেউ
তারি তালে জেগে উঠে অস্থিরতার ঢেউ।
নিভু নিভু তারার মতন হৃদয় প্রদ্বীপ জ্বলে
তবু হঠাৎ বিচ্ছুরিত তীব্র ব্যাথ্যার অনলে।
এমনি করে কাটছে যে দিন দুঃখভারাক্রান্তে
শত বুঝায় তবুও এমন অবুঝ আবার অজান্তে।
তোমার বিদায় ঘন্টা বুঝি বাজল ওগো শেষে
মায়ার শত বাঁধণ ছিঁড়ে গেলে ভিন্ন দেশে
মরণ তোমায় কেড়ে নিল কঠিন কালো থাবায়
তোমার পদধূলি কভু পড়বে না আর ধরায়।
কর্মে তুমি থাকবে বেঁচে যতই দূরে যাও
মরতে মোরা দিব নাতো যতই তুমি চাও
তেমনি করেই রচব ভুবন তোমার স্বপ্ন সমেত
স্বপ্ন থেকেই জন্ম নিবে নতুন হুমায়ুন আহমেদ।