কল্পনাতে তুমি
মি শু ক
ভালোবাসি খুব ভালোবাসি
তোমার ঠোঁট ছোঁয়া সে হাসি...
ঘোমটা মাথায় রেশমী লম্বা কেশ
দেখতে দেখতেই যেনো আমার বেলা শেষ..
সুন্দর চাহনী আর গোলাপী ঠোঁটের আভা
মিষ্টি হাসিটাই বাড়িয়ে দিলো কয়েকগুণ শোভা...
কল্পনাতে যখন তুমি আসো হাসি মুখে
বিষন্নতাও দূর হয়ে যায় সবকিছুই ফিকে।
তোমার নখে একে দিবো লাল নখপলিশ
তোমাকেই করবো আমি আমার ঘুমের বালিশ।
তোমার জন্য লিখবো আমি রাত জাগা কাব্য,
তোমাই নিয়েই ভাবছি আমি নিশিরাতি দিব্য।
তোমার হাতেই ভাত মাখাবে খাইয়ে দিবে সদা
আমি হলাম কৃষ্ণ তোমার,তুমি আমার রাঁধা...
কল্পনাটা কেটে গেলো ভালোবাসা পেয়ে
নিদ্রাটা ও অক্কা পেলো আম্মাজানের ঝাটার বাড়ি খেয়ে...
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৪