আমার কাছে একজন একটা শব্দের বিস্তৃত বর্ণনা বা Definition চেয়েছিলো.....
তার শব্দটি ছিলো "মায়া" বা "Infatuation".......
মায়া নিয়ে বলছি........
মায়া শব্দটা উচ্চারণ করতে বা লিখতে যতটা সহজ সেটার ফাঁদে আটকে যাওয়া ও ঠিক ততটাই সহজ........
মায়া এমন একটা জিনিস যেটা অস্পর্শনীয় তবে অনুভব করা যায় প্রত্যক্ষ ভাবে.........
কেউ যদি মায়ার মায়া জালে আটকে যায় তাহলে,সেই জাল ছিঁড়ে হয়তো সে খুব কষ্টে বের হতে পারবে কিন্তু মায়া জালে আটকে পড়ার ফলে অদৃশমান এবং অস্পর্শনীয় যে ক্ষত চিহ্ন সৃষ্টি হয় তা ভরাট হতে খুব বেশী সময় লেগে যাবে..........
মায়া জিনিসটা আবার ভূমিকম্পের মতো,কখন কোন সময় আমাদের অন্তরের টেকটনিক প্ল্যাট কাঁপিয়ে দিয়ে সব লন্ডভন্ড করে দিয়ে যাবে আমরা বুঝতেই পারবো না........
তবে যদি মগজের কাঠামো ভালোভাবে গঠন করা যায় মানে বাস্তবতা যাই হোক মেনে নেয়া যায় তাহলে অন্তরে মায়ার তৈরী ৯.০ মাত্রার ভূমিকম্পও কিঞ্চিৎ ফাটল ছাড়া আর কোনো ক্ষতি সাধন করতে পারবে না..............
সেজন্য মায়া মায়া ই...........
বিঃদ্রঃ মায়ার জালে আপনিও পড়তে পারেন তাই মগজের কাঠামো সুদৃঢ় আর মজবুত করে গড়ে তুলুন.....
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৭