"স্বপ্ন বনাম শখ"
আমি কখনোই তেমন ভালো ছাত্র ছিলাম
না আর একটা ঘটনার কারণে কোনো
কোচিং এ ই পড়তাম না।তাই বাসায়
প্রাইভেট টিউটর রাখা হয়েছিল যদিও
তাদের বাড়ির কাজ একদিনও দেই নি।
ঘটনায় আসি-
তখন S.S.C পরীক্ষার্থী আর তেমন ভালো
ছাত্র না হওয়ার কারণে আমার বাবা-মা
আমাকে ঠিকমত পড়াশুনা করানোর জন্যে
অনেক প্রতিশ্রুতি দিত।
আমার একটা শখ তখন থেকেই ছিলো আছে
এবং থাকবে আর সেটা হলো মটর বাইক।
আমার পিতা মহাশয় আমাকে বলল যে,তুই
পরীক্ষায় মোটামোটি ভাবে পাশ করলে
তোকে আমি মটর বাইক কিনে দিবো।
আমিও মটর বাইকের লোভে ঠিকমত
পড়াশুনা শুরু করে দিলাম।তখন অবশ্য বুঝতে
পারি নাই যে আব্বুর প্রতিশ্রুতি অনেকটা
রাজনীতি বিধদের মতো ছিলো।
পরীক্ষার হলে প্রবেশ করার আগেও
আমাকে এক কথাই বলেছিলো।
পরীক্ষা দিলাম ভালোভাবেই আর একটা
রেজাল্ট ও আসলো যদিও RESULT DOES'NT
MATTER FOR ME.
কিন্তু মাসের পর মাস যায় অথচ আমার
আব্বুর সেই দেয়া প্রতিশ্রুতি আর পূরণ করা
হয় না যদিও চাইলেই পারে।
আমি ঘরে থাকি না,ঠিকমত খাওয়া
দাওয়া ও নেই ।
আমার অতি ঘনিষ্ঠ বন্ধুরাও তখন বাইক
কিনে ফেলেছে।ওরা ঘুরতে যায় আমি
পারি না।
অনেকেই বুঝায় যে বাইক এক্সিডেন্ট
খারাপ,এটা সেটা ইত্যাদি তবে আমি
মানতে নারাজ।
বাইক নিয়ে কলেজে যাবো আমার শখ
কিন্তু বাবা মায়ের দিচ্ছি দিবো বলে
প্রতিশ্রুতি দিতে দিতে আমার কলেজ
লাইফ ই শেষ।
বাবা মায়ের উপর ক্ষোভ করে এবং
অনেকটা নিঃসঙ্গতার কারণে কলেজ
জীবনের একটি ক্লাস ও করা হয় নি।
কেটে গেলো প্রায় দুই বছর।
আব্বু বলেছে H.S.C পাশ করলেই কিনে
দিবে।আর আব্বু-আম্মু আমাকে যে
প্রতিশ্রুতি দিতো তা আমি বন্ধু মহলে
বলতাম।ওদের বলতাম আগামী মাসেই
আমি বাইক কিনছি অথচ দিন যায় মাস যায়
বছরও যায় কিন্তু বাইক পাই না।
অনেক জমজমাট আড্ডার মাঝে আমাকে
চাপাবাজ ও বলে।কারণ আমিও কিনছি
কিনবো বলে যাচ্ছি।
তো H.S.C ও পাশ করলাম।বন্ধুরা বাইক
কিনে স্ট্যান করাও শিখে ফেলেছে।
আমার শখ অপূরণ ই থেকে যাচ্ছিল।অনেক
চাপা ক্ষোপ ও জন্ম নিয়েছিলো পিতা
মাতার উপর।
আমার যে ঘনিষ্ঠ বন্ধুর বাইক ছিলো ও বলল
যে "দোস্ত তুই বাইক কিনিস না আর
কিনলে বুঝবি যে কত ঝামেলা পোহাতে
হয় ফেমিলি থেকে"।
তখন হেসেছিলাম ওর কথার মমার্থ না
বুঝেই।
আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু বলেছিলো যে
"একজন সরকারী ইন্জ্ঞিনিয়ার হলে
সরকার মটর বাইক দেয়।এত কষ্ট করে
পড়াশুনা করার পর একজন বাইক চালানোর
যোগ্যতা অর্জন করে।তুই কি?" (ও অবশ্য
ইন্জ্ঞিনিয়ারিং পড়ছে)
বিশটি বছর অতিক্রম করেছি এবং বয়সের
সাথে সাথে কিছুটা বোধ শক্তিও
হয়েছে।
এখন উপলব্ধি করলাম যে,যদি তখন আমার
বাইক থাকতো হয়তো এক্সিডেন্ট কর
পুঙ্গত্ব বরণ করতাম নয়তো আরো ভয়ানক
কিছু।এজন্যই আমাকে বাইক কিনে দেয়া
হয় নাই।
আমার শখটি অপূরণ ই থেকে গেলো কারণ
আমি আমার স্বপ্ন আর শখ এক পাত্রে
গুলিয়ে ফেলেছিলাম।
আসলে আমার স্বপ্ন আমি বাইক মনে
করতাম কিন্তু এখন বুঝি সেটা ছিলো
আমার অন্যতম শখ।
জীবনের অনেক শখই পূরণ হয়েছে কিন্তু
কিছুটা অপরিপূর্ণও।হয়তো জীবনের সব শখ
পূরণ হলে জীবনটাই বৃথা।
থাকুক না কিছু অপূর্ণ।
তবে এতটুকু বলতে পারি যে,যারা আমার
ভালো চেয়েছিলো তারা আমাকে এ
বিষয়টাতে সার্পোট করে নাই।
আমার শখ এটা ছিলো আছে কিন্তু আমার
স্বপ্ন আরেকটা।
যদি শখ পূরণ করতে যাই তাহলো স্বপ্ন
অধরা থেকে যাবে তাই শখটা কে
অপশনাল রাখলাম আমার স্বপ্নটাকে ধরার
জন্য।
স্বপ্ন বনাম শখ এ খেলাটায় আপতত
স্বপ্নটাকেই বেছে নিলাম।স্বপ্ন পূরণ হলে
শখটাও পূরণ হবে আশারাখি।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭