ভোটের আগে ও পড়ে.....
আগেই বলে নেই আমি কোনো দল বা বিশেষ গোত্র বা কোনো রাজনৈতিক ব্যাক্তিত্ব কে ছোট করা আমার উদ্দেশ্য না।
আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম প্রতিশ্রুতি বা ওয়াদা নিয়ে....
মুনাফিকের অন্যতম আলামত কিন্তু ওয়াদা ভঙ্গ করা....
আমি যদি সে হিসেব কষতে যাই তাহলে দেখা যাবে মুনাফিকদের তালিকায় আমার মতো মুনাফিকের সাথে আরো অনেক জনপ্রতিনিধির নাম আছে......
জনগণের ভোটে বিজয়ী হওয়ার জন্য অনেক জনপ্রতিনিধি অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনে জয়ী হবার পরে তারা তার কতটুকুই বা বাস্তবায়ন করতে পারে???
আমি একজন জনপ্রতিনিধির কথা বলছি যে কিনা নির্বাচনের আগে বহু সেবা,দান-খয়রাত এবং প্রকাশ্যে বহু মানুষের উপকার করেছে যদিও অপ্রকাশ্যে অনেক কিছুই আছে।
সে তার নির্বাচনী প্রতিশ্রুতির একটা লিফটলেট আমাকে দিয়েছিলো আর সেগুলা পড়েওছিলাম কিন্তু দুঃখের বিষয় সে তার প্রতিশ্রুতির নুন্যুতম কিছু ও করে নি।
ভোটের আগে সে অনেক টাকা বিলি করেছিলো আর আর বিজয়ী হবার পরে যাদের সে টাকা বিলি করেছিলো তাদের প্রকাশ্যে বলেছে, "আমি টাকা দিয়ে আসন কিনেছি তোমাদের কাছে"।
যদি প্রতিটা জনপ্রতিনিধি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বা ওয়াদার ৫০% ও পালন করে থাকে আমার জনগন আজ এমন অসুবিধায় থাকি না।
আর তার কারণ ও আছে.....
কারণ আমি সেই ভোটারদের একজন যে কি না নিজের ভোট বিক্রি করেছে কিছু টাকায়.......
আমার অধিকার আর আমার কর্তব্য যদি আমি টাকার কাছেই বিক্রি করি তাহলে তো আমার তাদের দোষী সাব্যস্ত করা সাজে না........
জনপ্রতিনিধিদের কাছে আহ্বান করি আপনার আপনাদের প্রতিশ্রুতি পালন করুন তাহলে আপনার ধন কমলেও মান বাড়বে......
আর ধন দরকার না মান সেটা প্রমাণ আপনি করবেন আর তখনই বুঝবো আসলেই আপনি যোগ্য........
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ রাত ১২:৪১