পরীক্ষার রেজাল্ট........
এস.এস.সি এবং সমমানের পরীক্ষার Result প্রকাশ হয়েছে আজকে আর পাশের শতাংশ ও ছিলো ৮৮% এর বেশী আর আমি বলছি বাকী ১২% এর কথা.....
প্রথমেই বলি যারা খারাপ করেছো তারা হয়তো পড়ায় কম মনোযোগী ছিলে বা ভাগ্য সহায় হয়নি তবে মনে রাখা জরুরী যে একটা সার্টিফিকেট কখনো তোমার ভাগ্য নিধার্রণ করে না....
পড়ালেখার আসল উদ্দেশ্য আসলে কী???
কোনো ভালো চাকরী,বাবা মায়ের সম্মান বৃদ্ধি না কি অতিরিক্ত অর্থ উপার্জন???
এগুলা কোনোটাই না...
আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া....
যারা খারাপ রেজাল্ট করেছো তাদের কষ্ট অনুভব না করতে পারলেো কিছুটা আঁচ করতে পারছি।
জানি তোমাদের পরিবার,বন্ধু আর আত্মীয় স্বজন সবাই তোমাদের জ্ঞান দিচ্ছে আর এমন সব কথা বলছে যা তুমি হজম করতে পারছো না.....
দশ বছরের সাধনার ফল এমন হলে সবার ই খারাপ লাগে....
একটা সার্টিফিকেটেরর জন্য কিন্তু আল্লাহ আমাদের পৃথিবীতে প্রেরণ করে নি.....
হয়তো তুমি খারাপ রেজাল্ট করেছো কিন্তু হতে পারে তোমার হাত ধরেই অনেকে পরবর্তীতে ভালো রেজাল্ট করবে....
নিজেকে শান্ত করো আর পরবর্তী সময়ের প্রস্তুতি নাও......
সার্টিফিকেটে A+ বা G.P.A-5 মানেই কিন্তু তুমি শিক্ষিত না যতক্ষন না তোমার মানষিক চিন্তা ভাবনা আর ধ্যান-ধারণা শিক্ষিত............
পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহন করে আর যারা তোমাদের অনেক জ্ঞানমূলক কথা বলছে তাদের বলতে দাও কারণ তারা বলবেই কিন্তু তাদের পরবর্তীতে সে সুযোগটা আর দিবে না.......
নিজেকে নতুন ভাবে প্রস্তুত করো আর জীবন একটাই সেটা কখনোই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে চলে না......
আর যারা পাস করছো তাদেরকে অভিনন্দন এবং তোমাদের সাথের যারা খারাপ করেছে তাদের সাহস যোগানোর দায়িত্ব কিন্তু তোমাদের তাহলেই তোমার পাস করার আসল মূল্য পাবে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ১০:৪২