★ও হে নন্দিনি★
মি শু ক
নন্দিনি তখন পড়েছিলো ঘোমটা
হঠাৎ করেই কেড়ে নিলো
হতভাগা আমার এ মনটা.......
জানি না কেনো মাতাল লাগছে সবি
নন্দিনি তুই কি আমার সঙ্গী হবি?
যেতে চাই তোকে নিয়ে দূরে বহুদূরে,
হাতে রেখে হাত গাইবো এক ই সুরে।
ধমকা হাওয়ায় উড়বে তোর এলোমেলো চুল,
তোকে স্পর্শ করেতে তখন করবো না আমি ভুল।
এক রিকসায় দুজনের একটু চাপাচাপি,
কল্পনাতে ভালোই লাগে যখন আমি ভাবি।
নন্দিনি তোর কথা গুলো আমার কাছে বাণী,
তুই কি কোনো রাজার রাজ্যের মুুকুটহীনা রাণী?
ও নন্দিনি!!
তুই কি জানিস আমি কাটছি সাজা
আর কিছুদিন সবর কর তুই
হতেও পারি রাজা....,
দেখ নন্দিনি!!
সবাই হাসে আর যে বলে আমি পাগল কবি
বলুক সবাই কি আসে যায়,
তোর কথা ই ভাবি......
উৎসর্গহীন কবিতা
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ রাত ১:৪৮